মোফাজ্জল হোসেন, নওগাঁ (১২ নভেম্বর) নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ৮টি পেঁপের বস্তা থেকে সাড়ে ৫শ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মিজানুর রহমান (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার মহেশপুর গ্রামের দিঘনী নামক পুকর পাড় থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত মিজানুর রহমান পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালুপুর গ্রামের হাজী নাসির উদ্দীনের ছেলে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে ওই স্থান থেকে পেঁপের বস্তা ভর্তি নিষিদ্ধ ৫৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মিজানুর রহমান নামে একজনকে আটক করা হয়। তিনি বলেন, এ ব্যাপারে মাদদ্রব্য আইনে নিয়ামতপুর থানায় একটি মামলা হয়েছে।
সম্পাদনা, আলীরাজ/ রাফি, নিউজরুম