রুপসীবাংলা, বিনোদন ডেস্ক:
১২ নভেম্বর রাতে ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী নন্দিতা দাস। আরো আসছেন সুবোধ মাসকারা। তারা ঢাকায় মঞ্চ নাটক ‘বিটউইন দ্য লাইনস’ পরিবেশন করবেন।
নাটকটি পরিচালক হিসেবে নন্দিতা দাসের প্রথম নাটক। নন্দিতা দাস এবং সুবোধ মাসকারার যৌথ প্রতিষ্ঠান ছোটি প্রোডাকশান কোম্পানি নাটকটির প্রযোজনার দায়িত্বে রয়েছে।
এই উদ্যোগটির মূল পৃষ্ঠপোষকতায় রয়েছে দি সিটি ব্যাংক এবং লাইফস্টাইল পার্টনার হিসেবে রয়েছে গিতাঞ্জলী, এয়ারলাইন পার্টনার হিসেবে রয়েছে জেট এয়ারওয়েজ এবং পিআর পার্টনার হিসেবে রয়েছে ফোরথট পিআর।নাটকটি মঞ্চায়ন হবে ১৩ নভেম্বর সন্ধ্যায় র্যাডিসন ব্লু হোটেলে। নাটকটি মঞ্চায়ন শেষে ১৩ নভেম্বর তারা ইন্ডিয়া চলে যাবেন তিনি।
আপলোড, ১২ ণভেম্বর, নিউজরুম