নন্দিতা দাস ঢাকায়

0
167
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, বিনোদন ডেস্ক: 

 

১২ নভেম্বর রাতে ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী নন্দিতা দাসআরো আসছেন সুবোধ মাসকারাতারা ঢাকায়  মঞ্চ নাটক বিটউইন দ্য লাইনসপরিবেশন করবেন

 

নাটকটি পরিচালক হিসেবে নন্দিতা দাসের প্রথম নাটকনন্দিতা দাস এবং সুবোধ মাসকারার যৌথ প্রতিষ্ঠান ছোটি প্রোডাকশান কোম্পানি নাটকটির প্রযোজনার দায়িত্বে রয়েছে

 

এই উদ্যোগটির মূল পৃষ্ঠপোষকতায় রয়েছে দি সিটি ব্যাংক এবং লাইফস্টাইল পার্টনার হিসেবে রয়েছে গিতাঞ্জলী, এয়ারলাইন পার্টনার হিসেবে রয়েছে জেট এয়ারওয়েজ এবং পিআর পার্টনার হিসেবে রয়েছে ফোরথট পিআরনাটকটি মঞ্চায়ন হবে ১৩ নভেম্বর সন্ধ্যায় র‌্যাডিসন ব্লু হোটেলেনাটকটি মঞ্চায়ন শেষে ১৩ নভেম্বর তারা ইন্ডিয়া চলে যাবেন তিনি

আপলোড, ১২ ণভেম্বর, নিউজরুম 

শেয়ার করুন