সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিরোধীদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে: মির্জা ফখরুল

0
161
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা ডেস্ক (১2 ণভেম্বর):  বর্তমান সরকার নিজেদের সীমাহীন দুর্নীতি ওব্যর্থতা ঢাকতে বিরোধীদের উপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছেবলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
একইসঙ্গে ইতিহাসে স্বৈরাচারদের কি পরিণতি হয়েছে সরকার তা ভুলে গেছেমন্তব্যকরে ইতিহাস থেকে আওয়ামী লীগকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি

 

জাতীয়বিপ্লব ও সংহতি দিবস পালন ও যুবদলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যেনিউইয়র্কে আয়োজিত এক আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথিরবক্তব্যে তিনি একথা বলেননিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে গত রোববার এ সভাআয়োজন করা হয়

 

ফখরুল বলেন, “দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছেমহাজোট সরকারের দুর্নীতি আর স্বজনপ্রীতিতে দেশে দুর্বিষহ অবস্থা বিরাজ করছেতিনি বলেন, “সরকার সবক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছেনিজেদের ব্যর্থতা ঢাকতেবিরোধীদলের উপর হামলা-মামলা, জুলুম-

 

নির্যাতন চালাচ্ছে

 

তত্বাবধায়কসরকার প্রতিষ্ঠা আর সরকারের হামলা-মামলা, জুলুম-নির্যাতন বন্ধে দলীয়চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যদ্ধভাবে প্রবাসে আন্দোলন গড়ে তোলারজন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনিমির্জা ফখরুলবলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচন করবে নাএজন্যপ্রয়োজন হলে জনগণকে নিয়ে রাজপথে আন্দোলন করবে বিএনপিভবিষ্যতে যে কোন আন্দোলনে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানতিনিদলীয়নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “সিপাহী-জনতা বিপ্লব একটিচেতনার নাম১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার আন্দোলনের ফলে জিয়াউর রহমানমুক্তি পায়

 

তিনি বলেন, “জিয়া আধুনিক বাংলাদেশের জনকজিয়ারদায়িত্বশীল নেতৃত্বের কারণে তিনি দেশের সফল রাষ্ট্রপতির মর্যাদা লাভ করেনগড়ে তোলেন স্বণির্ভর বাংলাদেশখালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবেআগামী দিনের আন্দোলন জোরদার এবং তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনে অগ্রণীভূমিকা রাখার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেন ফখরুলএছাড়া তিনি বিএনপির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুন:নির্বাচিত হওয়ায়প্রেসিডেন্ট বারাক ওবামাকে অভিনন্দন জানান তিনিসভায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব বলেন, “শেখ মুজিব যেখানে ব্যর্থ, জিয়াউর রহমান সেখানে সফল
খালেদা জিয়ার নেতৃত্বে সরকার বিরোধী অন্দোলন গড়ে তোলার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি
যুক্তরাষ্ট্রবিএনপি ও যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রবিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. মজিবুর রহমান মজুমদার

 

সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারীসভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানত হোসেন আমানএরপর বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও বিএনপির দলীয় সঙ্গীত পরিবেশিত হয়আলোচনা সভা শেষে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়অনুষ্ঠান পরিচালনা করেন যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ

সভায়আরো বক্তব্য রাখেন- যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু, ইলিয়াস আহমেদ মাস্টার, সামসুল ইসলাম মজনু, হেলাল উদ্দিন, আবুল কাশেম, শাহাদ হোসেন, অ্যাডভোকেট কাইয়ুম, শরীফ উদ্দিন লস্কর, ডা. দেওয়ান শামীম, গিয়াস মজুমদার, মাহবুবুর রহমান, এবাদ চৌধুরী, ফারুক চৌধুরী, মাহবুবুররহমান, সফিকুর রহমান, হেলালুর রহমান, যুবদল নেতা আতিকুল হক আহাদ, মিজানুররহমান মিজান, আমানত হোসেন আমান, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, বিলাল আহমেদচৌধুরী, শেখ হায়দার আলী, রেজাউল ইসলাম, রেজাউল হক ভূঁইয়া, এএফমিসবাহউজ্জামান প্রমুখ

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন