নিজস্ব প্রতিবেদক, (১২ নভেম্বর): নাটোরের সিংড়ায় পলাশ আলী (২৪) নামের এক হেরোইন সেবীকে ১বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত পলাশ উপজেলার হাতিয়ান্দহ এলাকার ইদ্রিস আলীর ছেলে। পলাশ আলীকে হেরোইন ও মাদকদ্রব্য সেবন থেকে বিরত রাখার জন্য সোমবার তার পিতা প্রশাসনের কাছে সোপর্দ করে। পরে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান খান মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ ধারা অনুযায়ী পলাশকে ১বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
সম্পাদনা, আলীরাজ/ রাফি, নিউজরুম