রুপসীবাংলা, বিজ্ঞান ও প্রযুক্তি :বাংলাদেশ হয়ে উঠছে ডিজিটালবান্ধব। গত কবছর ধরে এমন চর্চা আর বক্তব্য এসেছেপ্রতিটি সভা আর সম্মেলনে। এবারে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ‘রাষ্ট্রনায়কশেখ হাসিনার দর্শন’ নামের ইবুক সংস্করণ। এরই মধ্যে এর ডিজিটাল সংস্করণইবুকে পাওয়া যাচ্ছে। সূত্র এ তথ্য দিয়েছে।
আপাতত এ ইবুক পড়া যাবেঅ্যানড্রইভ সমর্থিত যেকোনো স্মার্টফোন, ট্যাব এবং ডিজিটাল পণ্যেয়। তবেঅচিরেই এ ইবুক আইফোন(৫) মডেলেও পড়া যাবে বলে জানানো হয়েছে। এটি উন্নয়নে এখনকাজ চলছে।এ ইবুকের উন্নয়ক (ডেভেলপার) স্মারহোস্ট আইটির প্রধাননির্বাহী কাজী জাহিদ বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনোডিজিটাল উদ্যোগকে সব সময়ই উৎসাহ দিয়ে থাকেন। প্রধানমন্ত্রীর ইবুক প্রকাশের এউদ্যোগে কাজ করতে পেরে স্টারহোস্ট গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেওয়াহবে।প্রসঙ্গত, আপাতত গুগল অ্যানড্রইড প্লেস্টোর থেকে এ ইবুক পড়তে৯.৯৮ ডলার সেবাব্যয় দিতে হবে। তবে একে পাঠকবান্ধব করতে এবং অ্যাপলেরআইফোন(৫) মডেলের উপযোগী করা হলে এটা আরও পাঠকবান্ধব হবে। আগ্রহীরা পাঠকেরা
(https://play.google.com/store/apps/details?id=com.starhost.philosophy.of.statesman.sheikh.hasina&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5zdGFyaG9zdC5waGlsb3NvcGh5Lm9mLnN0YXRlc21hbi5zaGVpa2guaGFzaW5hIl0) এ লিঙ্ক থেকে ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন’ ইবুক অ্যানড্রইডসংস্করণ ডাউনলোড করে সরাসরি পড়তে পারবেন। এ জন্য তেমন কোনো সমস্যা হবে না।কারিগরি উন্নয়ক সূত্র এমন তথ্যই দিয়েছে।
নিউজরুম