চবি`র বিবিএ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

0
273
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, চট্টগ্রাম (১১ নভেম্বর) :চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিবিএ শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছেব্যবসা প্রশাসন অনুষদের অধীন বিবিএ শ্রেণীর চারটি বিভাগের ৫৭১ টি আসনেরবিপরীতে ৯৩৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন

 

রোববারসকালে এবং দুপুরে তিন বিভাগের শিক্ষার্থীদের দু`ভাগে ভাগ করে এ ভর্তিপরীক্ষা নেয়া হয়েছিলএরপর রাতে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীভুক্তসি-ইউনিটের (ব্যবসায় শিক্ষা সি-১, মানবিক সি-২ এবং বিজ্ঞান সি-৩) এ ফলপ্রকাশ করা হয়সি-ইউনিটে ভর্তি কমিটির সভাপতি এবং বিবিএ অনুষদেরডিন প্রফেসর মোহাম্মদ আবু তাহের বাংলানিউজকে বলেন, `বিবিএ প্রোগ্রামে লিখিতভর্তি পরীক্ষায় মেধার ক্রম অনুসারে ফলাফল প্রকাশ করা হয়েছে১৯ নভেম্বর ও২০ নভেম্বর দু`দিন উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাকার গ্রহণ হবে`

 

ভর্তিকমিটির প্রধান জানান, সি-১ শাখার পরীক্ষার্থীদের মধ্যে যারা ভর্তিপরীক্ষায় ৭৪ দশমিক ৭৫ থেকে ৫৮ দশমিক ২৫ এর মধ্যে পয়েন্টস পেয়েছেন তাদেরসাক্ষাকার হবে ১৯ নভেম্বরব্যবসা প্রশাসন অনুষদের ডিন এর কার্যালয়ে এসাক্ষাকার নেয়া হবেএরপর একই শাখায় যারা ৫৮ থেকে ৫৪ দশমিক ৭৫পর্যন্ত পয়েন্টস পেয়েছেন, তাদের ওইদিন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগেরসভাপতির কক্ষে এবং  ২০ নভেম্বর ৫৪ দশমিক ৫০ থেকে ৫৩ পেয়ে পাস করাভর্তিচ্ছুদের সাক্ষাকার ডিনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে

 

এছাড়া সি-২ইউনিট থেকে ৬১ দশমিক ২৫ থেকে ৪০ এর মধ্যে স্কোর অর্জন করা ভর্তিচ্ছু এবংসি-৩ ইউনিটে ৬৪ দশমিক ৭৫  থেকে ৪৭ দশমিক ৭৫ এর মধ্যে স্কোর অর্জন করাভর্তিচ্ছুদের সাক্ষাকার অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর ব্যবসা প্রশাসন অনুষদেরডিন কার্যালয়েমেধাক্রম অনুযায়ী নির্ধারিত আসন পূর্ণ হওয়ার পরপরবর্তীতে সাক্ষাকারের ভিত্তিতে অপেক্ষমান তালিকা প্রণয়ণ করা হবে বলেজানান প্রফেসর আবু তাহের

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন