রুপসীবাংলা, ঢাকা(১১ নভেম্বর) :নকশা জালিয়াতি করে জলাশয়ে বাড়ী তৈরির অনুমতি দেওয়ারঅভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নগর পরিকল্পনাবিদ আবু হাসানমোর্তুজাসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার মামলাটি দায়ের হতে পারে বলে জানায় দুদকের অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্র। উপ-পরিচালক এস এম সাহিদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়েরকরবেন বলে জানা গেছে।
রোববার বিকেলে দুদকের নিয়মিত বৈঠকে মামলাটিদায়েরের ব্যাপারে অনুমোদন দিয়েছে কমিশন।অনুমোদিত মামলায় আসামির তালিকায়আছেন- রাজউকের নগর পরিকল্পনাবিদ আবু হাসান মোর্তুজা, নগর পরিকল্পনা শাখারনকশাকার মো. আনিছুর রহমান সরকার ও মো. সাইফুল বারী খান টুটল। মামলায় বলাহয়, রাজউকের ডিটেইল এরিয়া প্লান বিভাগের (ড্যাপ)র সহকারী পরিচালক মাহফুজাবেগম ২০১১ সালের ২০ জুলাই রাজধানীর সবুজবাগ থানার আহম্মদবাগ এলাকার একটিজায়গা বন্যা প্লাবিত উল্লেখ করে উপ নগর পরিকল্পনাবিদের কাছে নথি ( নথিনম্বর-৪/৫৫৯) পাঠায়। পরে রাজউকের নগর পরিকল্পনা শাখার ওই কর্মকর্তারা অবৈধসুবিধা আদায়ের উদ্দেশ্যে ‘নকশায় ভুল আছে’ উল্লেখ করে একটি মাস্টার প্লানপাস করেন। এতে ওই জলাশয়কে বাড়ী করার উপযোগী আবাসিক এলাকা দেখানো হয়। এরপরওই কর্মকর্তারা পরস্পর যোগসাজোশে অবৈধ সুবিধা আদায়ের উদ্দেশ্যে ক্ষমতারঅপব্যবহারের মাধ্যমে নকশা জালিয়াতি করেন।
পরবর্তীতে এ বিষয়েসুনিদির্ষ্ট অভিযোগ পেয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি অনুসন্ধানের অংশ হিসেবে গতজুন মাসে অনুসন্ধান শুরু করেন দুদকের উপ-পরিচালক এস এম সাহিদুর রহমান।র্দীঘ অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা পাওয়ার পর মামলার অনুমতি চেয়েকমিশনে প্রতিবেদন জমা দেন তিনি।
নিউজরুম