‘প্রেম হল বাসর হল না’

0
278
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা বিনোদন ডেস্ক: সাদিকা পারভিন পপি বর্তমানে শুটিং করছেন প্রেম হল বাসর হল নাছবিরপ্রেম হলে বাসর হওয়াটা কি খুব বেশি জরুরি ?

কথা শুনে একটু হাসলেন এ অভিনেত্রীপ্রশ্নের জবাব দিলেন এভাবে দেখুন বিয়েএকটা মেয়ের জীবনের আলটিমেট টার্গেট হতে পারে নাআমি এটা মানি নাএকজনমেয়ের জীবনে অনেক কিছু করার আছেআমি যেমন এখন কাজটাই করতে চাইআজ থেকে ৪০বা ৫০ বছর পরেও যেন মানুষ আমাকে মনে রাখে সে কাজটি করতে চাইবিয়েটা আমারকাছে এত জরুরি বিষয় না

অভিনয়টাকেইএখন প্রধান করে দেখছেন পপিঘর সংসার বিয়ে এগুলো বিষয় নিয়ে আরো পরে ভাবতেচানতিনি মনে করেন এ বিষয়গুলো নিয়ে ভাবার আরো সময় আছেতাই তিনি এখনব্যস্ত সময় কাটাচ্ছেন শুটিং নিয়ে
তিনি বলেন আমার অনেক সিনিয়র শিল্পী রয়েছেন যারা এখনো বিয়ে করেননিতাই না? সময় তো চলে যাচ্ছে না

বর্তমানেতিনি মন খুঁজে বন্ধন’, ‘শর্ট কার্টে বড়লোক’, ‘পৌষ মাসের পিরিতি’, ‘জীবনযন্ত্রনাসহ আরো বেশ কিছু ছবির শুটিং এবং ডাবিং এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন

শুধু সিনেমা নয় টেলিভিশন নাটক ও টেলিছবিতেও দেখা মিলে তারমাসেই নতুন একটি টেলিছবির শুটিং করতে যাচ্ছেন তিনিটেলিভিশন নাটক ওটেলিছবিতে চলচ্চিত্রের শিল্পীদের অভিনয় করাটাকে অনেকেই সহজভাবে দেখেন নাকেউ কেউ মনে করেন ফিল্মে যে শিল্পীদের চাহিদা থাকে না তারাই জীবন চালানোরজন্য নাটক বা টেলিছবিতে অভিনয় করেনকিন্তু এ বিষয়টা মেনে নিতে পারেন নাপপি

তিনিবলেন আমি একজন শিল্পী সব ধরনের কাজের প্রতিই আমার সম্মান আছেএকটা ভালোগল্প আর চরিত্র পেলে আমি কেন কাজ করবো নাআর টেলিভিশন ও হলের দর্শক এক নাদুজায়গার দর্শকের জন্যই আমি কাজ করতে চাইআর আমার যদি চাহিদা না থাকতোতাহলে এতগুলো সিনেমা আমার হাতে থাকতো নাএসব কথা শুধুই কথা আর কিছু নাএগুলো নিয়ে আমি ভাবি নাকাজটা করে যাই মন দিয়ে
 
নায়ক সংকট রয়েছেআমাদের ফিল্ম পাড়ায়শাকিব খান এবং অনন্ত বর্তমানে নায়ক হিসেবে আলোচনায়আছেনকিন্তু দুজনকে নিয়েই সমালোচনার কমতি নেইদর্শক এ দুজনকে সহজভাবেনিচ্ছেন নাতাদের সর্ম্পকে আপনার মুল্যায়ন কি?

পপি এবার কিছুটাকৌশলি হলেনতিনি বলেন আমাদের এখানে নানা ধরনের সংকট রয়েছেভালোস্ক্রীপ্ট রাইটার নেইভালো নির্মাতা নেইভালো ক্যামেরা, লাইট, ম্যাকআপআর্টিস্ট নেই, ভালো এডিটর নেইআরো সংকট রয়েছেএতকিছুর পরেও তারা কাজ করেযাচ্ছেন ভালো করছেনআরো ভালো করতে পারেনআমার কাছে মনে হয় এখানে ভালোসিনেমা বানানোর প্রতিযোগিতা হওয়া দরকারকিন্তু সেটা হচ্ছে নাতিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ অভিনেত্রী তার নতুনচলচ্চিত্রগুলো দিয়ে নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন দর্শকের সামনেদর্শকের মনে নতুন করে জায়গা করে নিতে পারবেন বলে তিনি আশা করছেন

 

আপলোড, ১২ নভেম্বর, নিউজরুম
 

 

শেয়ার করুন