নন্দীগ্রামে মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টাঃ তিন যুবক গ্রেফতার

0
285
Print Friendly, PDF & Email

নজরুল ইসলাম,নন্দীগ্রাম,(১১ নভেম্বর):  বগুড়ার নন্দীগ্রাম মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টাকালে তিন যুবককে গ্রেফতার করে পুলিশ।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, নন্দীগ্রাম পৌর এলাকার ৭নম্বর ওয়ার্ডের কলেজ পাড়া মহর্লার আব্দুস সামাদের ছেলে মনির (১৯) একই এলাকার মৃত দেলোয়ারের ছেলে সুমন (২১) ও সুরুজ আলীর ছেলে ইসমাইল হোসেন ওরফে ইসলাম (২৩) গত শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার রনবাঘা বাজার থেকে সিংড়া থানার বেলোয়া গ্রামের আজাহার আলীর ছেলে আলমগীর হোসেনের একটি ওয়ালটন ১১০সিসি মোটর সাইকেল ভাড়া নেয়। এরপর কাহালু উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান তিনি।

 

সেখান থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় মোটর সাইকেল চালককে দাঁড়াতে বলে। পরে অস্ত্রের মুখে জিম্মি ও হত্যার ভয় দেখিয়ে নগদ ১৮০০ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

 

এসময় মোটরসাইকেল চালকের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের আটক করে গণ-ধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) জানান, তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

সম্পাদনা, আলীরাজ/ রাফি, নিউজরুম

 

শেয়ার করুন