নওগাঁর রাণীনগর প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকার আত্মহত্যা
মোফাজ্জল হোসেন, নওগাঁ (১১ নভেম্বর): নওগাঁর রাণীনগরে প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হওয়াই কলেজ ছাত্রী এক প্রেমিকার বিষপানে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। <br>
এলাকাবাসী ও মেয়ের পরিবার সূত্রে জানা যায়, জেলার রানীনগর উপজেলার ভাটকৈ দক্ষিণ পাড়া গ্রামের খোকন প্রাং এর ছেলে শ্রী স্বপন প্রাং (২২) এর সাথে একই গ্রামের মন্দির পাড়ার দিনমজুর নিখিল চন্দ্রের কলেজ পড়ুয়া একমাত্র মেয়ে কুমারী লক্ষ্মী রাণীর (১৭) গত প্রায় ৪ বছর থেকে প্রেমের সর্ম্পক গড়ে তোলে। তাদের প্রেমের সর্ম্পকের কথা গ্রামে জানা-জানি হলে লক্ষ্মী রাণীর পরিবার থেকে স্বপনের বাড়ীতে বিয়ের প্রস্তাব পাঠালে পরিবার থেকে তা প্রত্যাখান করে।<br>
এরপর স্বপনকে লক্ষ্মী রাণীর সাথে কথা বলা বা চলা-চলে নিষেধ করলেও উভয়ের মধ্যে গড়ে ওঠা প্রেমের গভীর টানে তাদের সর্ম্পক টিকে রাখে। গত এক মাস আগে তাদের বিয়ে বিষয়ে লক্ষ্মী রাণীর পক্ষ থেকে আবারও একাধিকবার বিয়ের প্রস্তাব পাঠালেও লক্ষ্মী রাণী দিন মজুরের কন্যা হওয়ায় বার বার তা প্রত্যাখান করা হয়। এরপর গোপনে এলাকার একটি গ্রামে বিয়ে ঠিক করে গত বুধবার তাদের ধর্ম মোতাবেক আর্শীবাদ দেয়া হয় স্বপনকে। <br>
এই খবর ছড়িয়ে পরলে লক্ষ্মী রাণী ক্ষোভে এবং ঘৃর্নায় শুক্রবার বিকেলে সবার অজান্তে বিষ পান করে। পরিবারের লোকজন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য প্রথমে রাণীনগর পরে নওগাঁ সদর হাসপাতালে নিলে তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে রাজশাহী মেডিকাল কলেজে নিয়ে যাবার সময় মারা যায়। এ ব্যাপারে স্বপনের মা সন্ধ্যা রাণী জানান, আমার ছেলের সাথে তাদের প্রেমের সর্ম্পক বা বিয়ের প্রস্তাব পাঠানোর কথা অস্বীকার করে। <br>
সম্পাদনা, আলীরাজ. নিউজরুম