মোফাজ্জল হোসেন, নওগাঁ (১১ নভেম্বর): নওগাঁয় জামায়াত শিবিরের ৮ জন নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে,রোববার ভোররাতে নওগাঁ শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শিবিরের ৭ জন কর্মীকে গ্রেফতার করেছে নওগাঁ থানা পুলিশ।<br>
গ্রেফতারকৃতরা হলেন, জেলার ধামইরহাট উপজেলার লালপুকুর গ্রামের বাবুল হোসেনের পুত্র আবু নাঈম (১৯), শহরের চকমুক্তার মহল্লার বায়তুল সরদারের পুত্র আঃ করিম (২৬), মান্দা উপজেলার পরানপুর গ্রামের মোজাম্মেলের পুত্র হাসান আহমেদ (১৯), দুর্গাপুর গ্রামের আক্কাছ আলীর পুত্র শহীদৃল ইসলাম (২২), নহনা কালুপাড়া গ্রামের মকবুল হোসেনের পুত্র মতিউর রহমান (১৮) ও চকআলী গ্রামের কছিমুদ্দীনের পুত্র মোজাফফর হোসেন (২৩) এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার বড় বিনাহালী গ্রামের ছুটুক সরদারের পুত্র আলমগীর হোসেন।<br>
পুলিশ জানায়, শহরে বড় ধরনের নাশকতা করার জন্য মিলিত হচ্ছিল। তারা সকলেই শিবিরের সক্রিয় কর্মী। অন্যদিকে জেলার নিয়ামতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল আয়েন উদ্দীনকে গ্রেফতার করেছে নিয়মতপুর থানা পুলিশ। <br>
সম্পাদনা, আলীরাজ. নিউজরম্নম