নওগাঁয় রাকাবের জিএম এর সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মত বিনিময়

0
245
Print Friendly, PDF & Email

মোফাজ্জল হোসেন, নওগাঁ  (১১ নভেম্বর): রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নওগাঁ জোনের ২০১২-১৩ অর্থ বছরের কার্যক্রমের উপর আমানত সংগ্রহ, লোন আদায়, সার্টিফিকেট মামলা ও লাভ ক্ষতির নিয়ে শাখা ব্যবস্থাপকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।<br>

এতে প্রধান অতিথি ছিলেন, রাকাবের মহা ব্যবস্থাপক মোঃ আব্দুল খালেক খাঁন। শনিবার রাতে নওগাঁ জোনাল কার্যালয়ে রাকাবের নওগাঁ জোনের আঞ্চলিক ব্যবস্থাপক তপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের জোনাল নীরিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার জামিল হোসেন, রানীনগর শাখা ব্যবস্থাপক আজাহারুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা মীর আহমেদ আলী ও গোলাম রববানী পটু প্রমুখ বক্তব্য রাখেন। <br>

সভায় জেলার ২৯টি শাখার ব্যবস্থাপক ও অফিসাররা উপস্থিত ছিলেন।<br>

 

সম্পাদনা, আলীরাজ. নিউজরুম

 

 

শেয়ার করুন