নওগাঁয় বিএনপি নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

0
181
Print Friendly, PDF & Email

মোফাজ্জল হোসেন, নওগাঁ  (১১ নভেম্বর): নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপনসহ অন্যান্য নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টা থেকে শহরের মুক্তির মোড় জিরো পয়েন্টে ‘‘ভবিষ্যৎ সমাজ নওগাঁ’’-এর ব্যানারে ঘন্টাকালব্যাপী এই মানববন্ধন পালন করা হয়।<br>

এতে নেতৃত্ব দেন সংগঠনের আহবায়ক হাবিল। এ সময় বক্তব্য প্রদান করেন মেহেদী হাসান কাবিল, শহীদুল ইসলাম বাপ্পী, শাহীন, স্বাক্ষর প্রমূখ।<br>

 

মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, মামুনুর রহমান রিপনসহ ত্যাগী ৬ নেতাকে বহিষ্কারের আদেশ দেওয়ার পর থেকে নওগাঁয় বিএনপি ও এর অংঙ্গ সংগঠন ঝিমিয়ে পড়েছে। তারা অবিলম্বে দলের ঐ বহিষ্কারাদেশ  প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে গত ৫ অক্টোবর রিপনসহ ওই ৬ নেতাকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।<br>

বহিষ্কৃত অন্য নেতারা হলেন- নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক স.ম.আ আল কাফী তুহিন, সদস্য দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সহ দফতর সম্পাদক বিপু, জেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল আলম গোল্ডেন, যুগ্ম আহবায়ক নিপু।<br>

 

সম্পাদনা, আলীরাজ. নিউজরুম

                                      

শেয়ার করুন