আশরাফুল ইসলাম আশরাফ, বড়াইগ্রাম (১১ নভেম্বর) :
নারী শিক্ষাকে এগিয়ে নিতে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করছে। ২০১০ সালে একটি আধুনিক শিক্ষানীতি প্রনয়নের ফলে শিক্ষা ক্ষেত্রে অভুতপূর্ব সাফল্য এসেছে। বর্তমান সরকার নারী মানব সম্পদ গড়তে প্রত্যন্ত গ্রাম-গঞ্জে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে। ডিজিটাল ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামুলক করাসহ এবার ৩০ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হবে। <br>
রোববার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এসব কথা বলেন। <br>
কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোলল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইউএনও সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ এশারত, ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা, মমিন আলী, শিক্ষাবিদ গৌরপদ মন্ডল, আব্দুল জলিল প্রাং, আয়নুল হক, আবু হেনা মোস্তফা কামাল, ফুলবার হোসেন, কাদের মন্ডল প্রমূখ। এর আগে অধ্যাপক কুদ্দুস ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত কলেজের চারতলা বিশিষ্ট বিজ্ঞান ও প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।<br>
সম্পাদনা, আলীরাজ/ রাফি, নিউজরুম