হাসিনাকে দিয়ে দেশের মঙ্গল হতে পারে না বলে মন্তব্য করেছেন: বেগম খালেদা

0
196
Print Friendly, PDF & Email

উখিয়া (কক্সবাজার)১১ নভেম্বর:বর্তমান প্রধানমন্ত্রী শেখহাসিনাকে দিয়ে দেশের মঙ্গল হতে পারে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয়নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকক্সবাজার সফরের তৃতীয় দিনরোববার দুপুরে উখিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্প্রীতি সমাবেশে দেওয়াপ্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন<br>
বস্তুত উগ্রপন্থিহামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বসতি ও উপাসনালয় পরিদর্শনেই উখিয়া যান বিএনপিপ্রধানসম্প্রীতি সমাবেশে বক্তব্য দেওয়ার আগে মারিষ্যা দীপাঙ্কুর বিহারসহআরো কিছু স্থান পরিদর্শন করেন তিনি<br>

সরকারকে অবৈধ আখ্যা দিয়ে খালেদাজিয়া বলেন, “শপথ নেওয়ার সময়ে এখনকার প্রধানমন্ত্রী প্যারোলে ছিলেনযদিবাংলাদেশে স্বাধীন বিচার ব্যবস্থা থাকতো তাহলে একদিনও তারা ক্ষমতায় থাকতেপারতেন না<br>


তিনি বলেন, “যে প্রধানমন্ত্রীর হাতে মানুষের রক্তযার সরকারের আমলে নিত্য দিন খুন গুম হচ্ছে, তাকে দিয়ে এ দেশের মঙ্গল হতেপারে না”<br>

 

খালেদা জিয়া বলেন, “শুধু হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানই নয়, সরকারের আমলে মুসলমানরাও নিরাপদ নয়মুসলমানদের মসজিদে ঢুকিয়ে লাঠিপেটা করাহচ্ছে, রক্তাক্ত করা হচ্ছেকুকুরের মাথায় টুপি পরিয়ে মুসলমানদের অপমানকরা করছেহিন্দু ও বৌদ্ধদের মন্দিরে হামলা চালিয়ে মূল্যবান জিনিসপত্রলুটপাট করা হচ্ছেএ সময় ভবিষ্যতের চিন্তা করে যুবকদের কাছে দেশরক্ষার আহবান জানিয়ে তিনি বলেন, “এ সরকার শুধু বৌদ্ধ মন্দিরই ভাঙছে না, তারা বিএনপি নেতা-কর্মীদের ধরছেতাই নিজেদের বাঁচাতে হবে”<br>

 

কক্সবাজারজেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তৃতা করেন বিএনপিরস্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জাআব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোর্শেদ খান প্রমুখবক্তব্যশেষে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন খালেদা জিয়াচট্টগ্রাম সার্কিটহাউসে বিকেল চারটায় পটিয়ার বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়করবেন তিনি<br>

 

 

নিউজরুম

 

 

শেয়ার করুন