রুপসীবাংলা, খুলনা (১১ নভেম্বর) :আর্থিক খাতে প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধেব্যাংক কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহবান জানান বাংলাদেশব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।রোববার সকাল ১০টায় খুলনার হোটেলসিটি ইনে “Financial Integrity: Managing Operational Risks and Avoiding Serious Losses at the Branch Level” শীর্ষক আঞ্চলিক টাউনহল সভার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।<br>
তিনি বলেন, ব্যাংকের বিবিধ কর্মকাণ্ডেরসঙ্গে জড়িত পদ্ধতিগত ও পরিচালনাগত ঝুঁকি হ্রাসের লক্ষ্যে প্রাতিষ্ঠানিকসুশাসন ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রক্রিয়া আরও শক্তিশালী করতে হবে।এক্ষেত্রেবাংলাদেশ ব্যাংকের তদারকি কার্যক্রম জোরদার করার মাধ্যমে বিদ্যমান ওভবিষ্যৎ সম্ভাব্য ব্যবসায়িক ঝুঁকি নির্ণয় ও নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপকরা হয়েছে। <br>
এ সময় তিনি খুলনা ও বরিশাল বিভাগের আওতাধীন বাণিজ্যিকব্যাংকের আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে শাখাসমূহ সঠিক পদ্ধতি অনুসরণ করছেকি না ও অভ্যন্তরীণ জালিয়াতির সম্ভাবনা আছে কি না তা উদঘাটনে পরিদর্শকদেরকড়া নজর রাখার পরামর্শ দেন।<br>
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার মহাব্যবস্থাপক শ্যামল কুমার দাস।এতেউপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান ওএস কে সুর চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সিনিয়র কনসালটেন্ট মো. আল্লাহ মালিককাজেমী, সুপারভিশন অ্যাডভাইজার মি. গ্লেন টাস্কি, ন্যাশনাল প্রড রিস্কডিটেকশন অ্যান্ড রিস্ক মিটিগেশন অ্যাডভাইজার মোহাম্মদ হোসেন এবং সুপারভিশনসংশ্লিষ্ট নির্বাহী পরিচালন ও মহাব্যবস্থাপকরা।পরে তিনি বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিস পরিদর্শন ও উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।<br>
নিউজরুম