রুপসীবাংলা রংপুর (১১ নভেম্বর) :সাবেক এমপি মসিউর রহমান রাঙ্গাকে রংপুর সিটিকরপোরেশনের (রসিক) আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করায় রংপুর জাতীয়পার্টির (জাপা) নেতা-কর্মীরা গণ-পদত্যাগ করেছেন।বিলুপ্ত রংপুরপৌরসভার সাবেক মেয়র ও রংপুর জেলা জাপার সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুর রউফমানিক রোববার দুপুর ১২টার দিকে এ গণপদত্যাগের কথা ঘোষণা করেন।
তার দাবি, ৫ হাজার নেতার্কমী একযোগে পদত্যাগ করেছেন।এরআগে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার দলের পক্ষ থেকে রাঙ্গাকেপ্রার্থী ঘোষণা করলে স্থানীয় নেতা-কর্মীরা গণপদত্যাগের হুমকি দেন। হুমকিতেকাজ না হওয়ায় রোববার তারা পদত্যাগ করেন।
নিউজরুম