রুপসীবাংলা, ঢাকা (১১ নভেম্বর :রাজধানীর পুরাণ ঢাকা থেকে ৪০ মণ বা ১৬০০ কেজি মুক্তা উদ্ধার করেছে র্যাব ও কাস্টমস। যার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।রাজধানীর পুরাণ ঢাকার বংশাল থানার খাজে দাল সিং লেনের ৩/এ,বি ভবনের ৪তলা থেকে মুক্তাগুলো উদ্ধার করা হয়।
এসময় রাজা মিয়া(৫২) নামের একজনকে আটক করেছে র্যাব।র্যাব-১০এর লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডর মেজর আব্দুল্লাহ আল মামুনবাংলানিউজকে জানান, রোববার গোপন সংবাদের ভিত্তিতে আমরা বংশালের খাজে দালসিং লেনের ৩/এ,বি বাসার ৪ তলা থেকে মুক্তাগুলো উদ্ধার করা করি।
তিনি আরো বলেন, সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রায় আধাঘণ্টার অভিযানে ৪০ মণ মুক্তাসহ রাজা মিয়া নামে একজনকে আটক করা হয়।অভিযানকালে কাস্টম্স এর শূল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা তাসলিমের নেতৃত্বে একটি টিম র্যাব-১০ এর সঙ্গে ছিল।এব্যাপারে বংশাল থানায় কাস্টমস আইনে একটি মামলা দায়ের করেছে কাস্টম্স এর শূল্ক গোয়েন্দা বিভাগ। আটকরাজা মিয়া বলেন, আমরা বিভিন্ন দেশ থেকে মুক্তাগুলো অবৈধভাবে সংগ্রহ করেছি।দেশের বিভিন্ন স্থানে এগুলো বিক্রি করার উদ্দেশ্যি ছিল।
তিনি অারো বলেন, ৪০ মণ মুক্তার বাজার মূল্য ১৫কোটি টাকার কম হবে না।