নওগাঁয় অগ্নিকান্ডে ১০টি দোকান ভষ্মিভুত

0
207
Print Friendly, PDF & Email

মোফাজ্জল হোসেন, নওগাঁ (১১ নভেম্বর): নওগাঁর রানীনগর উপজেলার কুবরাতলী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকানের প্রায় ১২লাখ টাকার মালামাল ভষ্মিভুত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বাহির থেকেই এই অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।  

 

ক্ষতিগ্রস্থরা জানান, অগ্নীকান্ডে ১টি মুদি দোকান ও ২টি গোডাউনসহ ১০টি দোকানের সম্পূর্ন মালামাল পুড়ে গেছে। এতে তাদের প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নীকান্ড দেখতে পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আকতার হোসেন জানান, যে স্থান থেকে অগ্নীকান্ডের সূত্রপাত ঘটে সেখানে কোন বৈদ্যুতিক সংযোগ ছিল না।

 

 

 

সম্পাদনা, আলীরাজ/ রাফি, নিউজরুম

 

শেয়ার করুন