সিংড়া, ( ১১ নভেম্বর) : নাটোরের সিংড়া উপজেলার কলম ডিগ্রী কলেজের প্রদর্শক আতিকুর রহমান জমিজমা সংক্রান্ত বিরোধে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৮ আক্টোবর সকালে বাড়িঘর ভাঙচুর ও লুটপাঠ করে প্রাণ নাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।
আতিকুর রহমান জানান, তার বাবা তরিকুল আহমেদ ১৬২ ও ২৫০ দাগের ৮৭ শতাংশ জমি ৪ ভাইয়ের নামে রেজিষ্টি করে দেয়া সম্প্রত্তি ভোগ দখল করে আসছেন তারা।
উপজেলার নজরপুর গ্রামের মৃত করিমের ছেলে কামাল জোর করে ওই জমি দখলের চেষ্টা করে। এবিষয়ে নাটোর জজ আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। গত ২৮ অক্টোবর জোর করে ওই সম্প্রত্তির ওপর লাগানো ডাব গাছে জোর করে ডাব পাড়তে যায় কামাল। আতিকুর রহমান তাকে বাঁধা দিলে কামাল ও তার চাচা শুকুর আলী দলবল নিয়ে আতিকুর রহমানের বাড়িতে হামলা করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাঠ করে। ওই ঘটনার পর থেকে একের পর প্রাণ নাশের হুমকি দিচ্ছে কামাল।
তিনি বলেন, সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে তাকে এবং তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। ন্যায় বিচারের স্বার্থে সরকারের উর্ধ্বতন মহলসহ আইন শূঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করেছেন তিনি।
সম্পাদনা, আলীরাজ/ রাফি, নিউজরুম