খোলামেলা পোশাকে ভাবনা

0
185
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, (বিনোদন ডেস্ক ১০ নভেম্বর): মোস্তফা সরওয়ার ফারুকীর ফাস্ট ডেটনাটকটি বেশ খোলামেলাই ছিলনাটকটিপ্রচারের পর বেশ আলোচিত ও সমালোচিত হয়এরই সঙ্গে আলোচনায় আসে একটি নামসেনামটি ভাবনাপুরো নাম আশনা হাবিব ভাবনাঅল্প দিনেই ভাবনা তারসাহসীকতা ও মেধার পরিচয় দিয়ে নজর কাড়েন দর্শক ও নির্মাতাদেরভালো চরিত্ররুপায়নের  প্রয়োজনে যে কোন কাজ করতে তার সমস্যা নেই

 

ভাবনা এ বিষয়েবাংলানিউজকে বলেন, ‘আমি অভিনয়ের প্রতি বেশি মনোযোগীআর  নাটকে কাজেরক্ষেত্রেও আমি পান্ডুলিপি ও নির্মাতা বাছাই করে কাজ করিতবে আমাকেপ্রেমিকার চরিত্রে অভিনয় করতে হবে এমন কোনো কথা নেইআমার চরিত্রটিনেতিবাচকও হতে পারেআমি আসলে অভিনয় প্রধান চরিত্রেই কাজ করতে চাইএকইরকমচরিত্রে কাজ না করে আলাদা চরিত্রে কাজ করতে চাইযেকোন ধরনের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুত আছেন ভাবনাএবার জানতে চাইলাম, কলকাতাসহ বিশ্বের অনেক দেশে অভিনয়ের খাতিরে অভিনেত্রীরা শিল্পমান বজায় রেখেখোলামেলা পোশাকে অভিনয় করছেন,বাংলাদেশে না কেন?

 

ভাবনা হেসে উত্তরদিলেন চলচ্চিত্রের প্রেক্ষাপট অনুযায়ী পোশাক হয়, আমাদের দেশে এ ধরনেরচলচ্চিত্র নির্মাণ এখনও হয়নিযদি হয় আমি অবশ্যই ঐ ধরনের পোশাক পড়তে চাইরুচিশিল খোলামেলা পোশাকে অভিনয় করতে আমার সমস্যা নেইকিন্তু সে মানের কাজআমাদের এখানে হচ্ছে নাকয়েকদিন আগে ভাবনার বিরুদ্ধে পরিচালক শিমুলসরকার শিডিউল ফাঁসানোর অভিযোগ করেছিলেনএ বিষয়ে ভাবনা জানান, ‘আমার মনে হয়নাটক প্রচারের জন্য তিনি শিল্পীর নামে এ সব প্রচারণা চালিয়েছেনএকজনস্বল্প পরিচয়ের পরিচালকের পক্ষে এ ধরনের কাজই আশা করা যায়তবে এটাপ্রতিরোধের জন্য শিল্পীদের একতা দরকারবর্তমানে বিভিন্ন চ্যানেলেভাবনা অভিনীত ধারাবাহিক নাটকের তালিকায় আছে -এনটিভিতে  হিমেল আশরাফেরচৌধুরী ভিলা’, রায়হান খানের অচেনা প্রতিবিম্ব’, অঞ্জন আইচের শূন্যসমীকরণও এটিএন বাংলায় মামুনুর রশিদের চেনা মুখ অচেনা মুখ

 

এছাড়াআরো কিছু নতুন ধারাবাহিক ও এক ঘন্টার নাটকের কাজ নিয়ে বর্তমানে মহাব্যস্ততিনিএরই মধ্যে ওয়াহিদ আনামের জয় পরাজয়’ , এস এ হক অলীকের সোনার সুতানামক দুটি নতুন ধারাবাহিক এবং গৌতম কৈরী পরিচালিত একক নাটক অথবা রোদেরমত’-তে অভিনয় করেছেনসম্প্রতিতিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ [ইউল্যাব] এ ইংরেজী বিভাগেভর্তি হয়েছেনমাসের ৩০ দিনই ব্যস্ত সময় কাটাচ্ছেনঅভিনয় আর ক্লাস নিয়েজানতে চাইলাম তাহলে প্রেম করছেন কখন?সোজা উত্তর দিলেন এ অভিনেত্রী, ‘আমার জগ এখন পরিবার, পরিচালক, শিল্পী, প্রযোজক আর সাংবাদিককে ঘিরেআরযদি কারো প্রেমে পড়ি অবশ্যই জানাবো 

 

 

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন