রুপসীবাংলা (ফেনী ১০ নভেম্বর): ফেনীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার যাত্রাবিরতিতে স্লোগান দেওয়া নিয়ে মোশাররফ হোসেন, এমপি ও রেহেনা আক্তার রানু, এমপির সমর্থকদের মধ্যে হাতাহাতি, চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এতে একজন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।শুক্রবার কক্সবাজারের রামু যাওয়ার পথে ফেনী সার্কিট হাউসে এক ঘণ্টার যাত্রাবিরতি করেন খালেদা জিয়া।
এরপর রাত ১০টার দিকে তিনি বেরিয়ে যাওয়ার পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে পর পর ৪টি বিস্ফোরণের ঘটনা ঘটে।ককটেলের আঘাতে উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন, ডিবি পুলিশের কনস্টেবল হারাধন, জেলা যুবদলের সাহিত্য সম্পাদক কামাল উদ্দিন, যুবদল কর্মী শিপন, উৎপলসহ প্রায় ১০ জন আহত হয়েছেন।আহতদের দুইজনকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের স্থানীয় প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন (ভিপি জয়নাল) বাংলানিউজকে জানান, দলীয় কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। তবে কে বা কারা ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছেন, তা তিনি জানেন না।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সৈয়দুল মোস্তফা জানান, বিএনপির দু’পক্ষের কোন্দলের কারণে এ হাতাহাতি ও বিষ্ফোরণের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসার পর পরিস্থিতি স্বভাবিক হয়।ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ ও অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, বেগম জিয়া সার্কিট হাউজ থেকে বের হওয়ার পর-পর কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়।