রুপসীবাংলা(কুমিল্লা১০ নভেম্বর): কুমিল্লা জেলার সদর দক্ষিণের লালমাই-ময়নামতিরেলসড়কের মধ্যবর্তী বিজয়পুরে ঢাকাগামী একটি কন্টেইনারের (নং-৮০১) বগির চাকালাইনচ্যূত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলসড়কে যোগাযোগ বন্ধ রয়েছে।শনিবারবেলা সাড়ে ১১টায় কন্টেইনারের একটি বগির ২টি চাকা লাইনচ্যূত হলে ঢাকারসঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহতহয়নি বলে জানা গেছে।
এদিকে, কন্টেইনারের বগি লাইনচ্যূত হওয়ার কারণে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী কুমিল্লা রেল স্টেশনে ১ ঘণ্টা আটকা পড়ে আছে।এছাড়া সিলেটগামী পাহাড়িকা লাকসামে এবং ঢাকাগামী চট্টলা নাঙ্গলকোট স্টেশনে আটকা পড়েছে। এতে করে যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
এবিষেয়কুমিল্লা রেলস্টেশন মাস্টার মো. হোসেন মজুমদার জানান, লালমাই-ময়নামতি রেলসড়কের মধ্যবর্তী বিজয়পুরে ঢাকাগামী একটি কন্টেইনারেরএকটি বগির ২টি চাকা লাইনচ্যূত হলে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বিচ্ছিন্নহয়ে যায়।উদ্ধার তৎপরতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনিজানান, দুটি কারণে চাকা লাইন চ্যূতির ঘটনা ঘটতে পারে। কোনো কারণে চাকাসিøপ করলে কিংবা রেললাইনে কোনো ত্রুটি ঘটলে এ ঘটনা ঘটতে পারে।
নিউজরুম