রুপসীবাংলা (ঢাকা, ১০ নভেম্বর): জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে দলটির নিবন্ধন বাতিলের দাবিতুলেছেন দেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম আমীর-উলইসলাম।গত কয়েকদিনে পুলিশের সঙ্গে জামায়াতকর্মীদের সংঘর্ষেরপ্রেক্ষাপটে শুক্রবার তিনি এক আলোচনা সভায় বলেন, “প্রচলিত আইন অনুযায়ীবাংলাদেশের সংবিধানের পরিপন্থী কোনো রাজনৈতিক দলকে নিবন্ধিত করার সুযোগনেই।
“তাই এদের নিবন্ধন দেয়া যায় কি না, তা বিবেচনার সময় এসেছে। আমি এ বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করছি।”
জামায়াতের গঠনতন্ত্রের কিছু ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি।বিদ্যমান আইন অনুযায়ী, কেবল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোই নির্বাচনে অংশ নিতে পারে।
মুক্তিযুদ্ধেরবিরোধিতাকারী দল জামায়াতের গঠনতন্ত্রের কয়েকটি ধারা নিয়ে নির্বাচন কমিশনওআপত্তি তুলেছে এবং তা সংশোধন করতেও বলা হয়েছে।
ঢাকারিপোর্টার্স ইউনিটিতে ওই আলোচনা সভায় ব্যারিস্টার আমীরের পাশাপাশি আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলামও জামায়াতের সাম্প্রতিক তৎপরতার সমালোচনা করেন।তিনি বলেন, “বিএনপির ইন্ধনেই জামায়াত এই নাশকতামূলক কর্মকাণ্ডচালাচ্ছে। জামায়াত-বিএনপিকে আলাদা করে দেখার সুযোগ নেই। জামায়াত একা এইলঙ্কাকাণ্ড ঘটায়নি। এর পেছনে বিএনপির ইন্ধন রয়েছে।”
বঙ্গবন্ধুএকাডেমি আয়োজিত ‘নূর হোসেন দিবস উদযাপন, যুদ্ধাপরাধীদের বিচারে বাধা, জামায়াত-শিবিরের তাণ্ডব ও খালেদা জিয়ার দেশে বিদেশে ষড়যন্ত্র’ শীর্ষকআলোচনা সভায় বক্তব্য রাখেন আমীর ও কামরুল।আলোচনা সভায় আরোউপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগের সাবেক মহানগর সভাপতি মোজাফফর হোসেন পল্টু, কৃষক লীগেরসহসভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু একাডেমিরসাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।
নিউজরুম