মিছিল থেকে রুয়েট ছাত্রদলের আহবায়ক আটক

0
257
Print Friendly, PDF & Email

এরশাদুল বারী কর্নেল, রাবি ৯ নভেম্বর :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মিছিল থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রদলের আহবায়ক আহমদ হোসাইনকে আটক করেছে পুলিশ।<br>

শুক্রবার বিকেলে রুয়েট ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল বের করলে মিছিলে লাঠিচার্জ করে তাকে আটক করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। <br>

সূত্র জানায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বিকেল ৫টার দিকে রুয়েটের সেলিম হলের সামনে থেকে ছাত্রদল মিছিল বের করে। মিছিলটি কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে আসলে পুলিশ তাতে বাধাঁ দেয় এবং লাঠিচার্জ করে। <br>

এসময় মিছিল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক আহমদ হোসাইন আটক করে মতিহার থানা পুলিশ। এ সময় মিছিলের ব্যানারটিও পুলিশ কেড়ে নেয় বলে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন। পরে আহমদকে মতিহার থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রদলের আহবায়ককে ছেড়ে দেয়া হয়নি বলে থানা সূত্রে জানা গেছে।<br>

 

সম্পাদনা, আলীরাজ/ রাফি, নিউজরুম

শেয়ার করুন