১৩ নভেম্বর নিউইয়র্কে হুমায়ূন আহমেদের ৬৪তম জন্মবার্ষিকী

0
175
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, আন্তর্জাতিক ডেস্ক ৯ নভেম্বর :  নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে শুক্রবার থেকে ৫ দিনব্যাপী হুমায়ূন স্মৃতিমেলার আয়োজন করেছে মুক্তধারা, নিউইয়র্কআগামী ১৩ নভেম্বর লেখকের ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে<br>

হুমায়ূন আহমেদের শতাধিক গ্রন্থ, চলচ্চিত্র, নাটক এবং গানের প্রদর্শনী চলবে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মুক্তধারায়স্থানীয় সময় প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই মেলাএদিকে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত থেকে জ্যাকসন হাইটসের মুক্তধারার সামনে আলোকজ্বল বিলবোর্ডে ভেসে উঠছে হে লেখক, ৬৪তম জন্মদিনে আপনাকে আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি<br>

এভাবেই নিউইয়র্কে শুরু হয়েছে লেখককে শ্রদ্ধা নিবেদন১৩ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হুমায়ূন আহমেদ রচিত কবিতা পাঠ, সংগীত পরিবেশন, লেখা পাঠ এবং স্মৃতিচারণ এবং কেক কাটার মাধ্যমে লেখককে শ্রদ্ধা জানানো হবেনিউইয়র্কের বিশিষ্ট আবৃত্তিকার, শিল্পী, কলাকুশলী এবং লেখকের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করবেনউল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বরও মুক্তধারায় লেখকের ৬৩তম জন্মবার্ষিকী পালিত হয়লেখকেররংপেন্সিলগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন ড. গোলাম মুরশিদলেখকের জন্মদিনের কেক কাটেন লেখক পুত্র নিষাদ হুমায়ূনওই দিন হুমায়ূন আহমেদ স্কাইপির মাধ্যমে সরাসরি মুক্তধারায় আগত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেনআর নিজের মাথার টুপি খুলে দেখান কেমোথেরাপির কারণে তার চুল পড়ে যাওয়ার দৃশ্য<br>

এ বছরও লেখকের জন্মদিনের কেক কাটা হবেলেখকের ভক্ত-শুভাকাঙ্খী সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন মুক্তধারার কর্ণধার বিশ্বজিত সাহাতিনি আরো জানান, এবারের অনুষ্ঠানে ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ, লেখক হুমায়ূন আহমেদ, চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ, চিত্রকর হুমায়ূন আহমেদ, নাট্যকার হুমায়ূন আহমেদ ছাড়াও কবি হুমায়ূন আহমেদকে তুলে ধরার এক বর্ণিল আয়োজন করা হয়েছে<br>

হুমায়ূন আহমেদ রচিত বাসর, বাবার চিঠি, অশ্রæ, কব্বর, সংসার, রাশান রোলেট, গৃহত্যাগী জোছনা, কাচপোকা এবং তিনি কবিতা আবৃত্তি করবেন নিউইয়র্কের প্রখ্যাত ৯ জন আবৃত্তিকার<br>

এছাড়া হুমায়ূন আহমেদের গান পরিবেশন করবেন ৫ জন শিল্পীতথ্যচিত্র, গান, কবিতা, প্রদর্শনী এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে লেখককে শ্রদ্ধা জানানো হবেউল্লেখ্য, ২০০২ সালে হুমায়ূন আহমেদের জীবোদ্দশায় নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন দুদিনব্যাপী হুমায়ূন মেলার আয়োজন করেসে মেলায় আমেরিকার বিভিন্ন স্টেট থেকে সহস্রাধিক মানুষ নিউইয়র্কে এসে লেখককে শ্রদ্ধা জানান|<br>

নিউজরুম

শেয়ার করুন