রুপসীবাংলা, খুলনা৯ নভেম্বর : খুলনার ডুমুরিয়া উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক নয়াদিগন্ত ও লোকসমাজের ডুমুরিয়া সংবাদদাতা আনোয়ার হোসেন আকুঞ্জী সভাপতি এবং দৈনিক প্রবাহ ও দৃষ্টিপাতের ডুমুরিয়া প্রতিনিধি আব্দুল লতিফ মোড়ল আব্দুল লতিফ সাধারণ সম্পাদক নিবার্চিত হয়েছেন।<br>
শুক্রবার ডুমুরিয়া উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। <br>নির্বাচন পরিচালনা করেন ডুমুরিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আবদুল কাদের খান ও দৈনিক তথ্যের সিনিয়র রিপোর্টার শেখ হেদায়েতুল্লাহ।কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি বি এম মনিরুজ্জামান (দৈনিক জন্মভূমি), যুগ্ম সম্পাদক সুব্রত ফৌজদার (দৈনিক স্পন্দন), অর্থ সম্পাদক খান মহিদুল ইসলাম (সাপ্তাহিক কোলাহল), সাংগঠনিক সম্পাদক জি এম ফিরোজ (দৈনিক তথ্য ও বাংলার খবর), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শংকর ঘোষ (দৈনিক প্রবর্তন), দপ্তর সম্পাদক এস এম আনিচুজ্জামান (দৈনিক জনতা), নিবাহী সদস্য প্রভাষক এফ এম মনিরুজ্জামান (দৈনিক সময়ের খবর), জি এম ইকবাল হোসেন (দৈনিক স্পন্দন) ও মোঃ আব্দুস সালাম (দৈনিক আলোর পরশ)।<br>
নিউজরুম