রুপসীবাংলা, ঢাকা ৯ নভেম্বর : ঢাকা: টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর উত্তরা থেকে ইংরেজি সাপ্তাহিক ‘ব্লিটজ’-এর সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির দক্ষিণখান থানা পুলিশ উত্তরা ১৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে বুধবার গভীর রাতে তাকে গ্রেফতার করে।<br>
পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হলে বিচারক তানভীর আহমেদ জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।আদালতে দক্ষিণখান থানার জিআরও আমিনুল ইসলাম ব্লিটজ সম্পাদককে জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।<br>
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লোকমান হেকিম গ্রেফতারের বিষয়ে বৃহস্পতিবার জানান, যৌথ মালিকানায় সয়াবিন তেলের ব্যবসা করবেন বলে ব্যবসায়ী সাজ্জাদ ও সালাউদ্দিন চৌধুরীর সমান টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখার কথা থাকলেও সালাউদ্দিন টাকা না রেখে সাজ্জাদের ৭৯ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় সাজ্জাদ ঈদের আগে প্রতারণা মামলা করলে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তারই ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।এর আগে ২০০৩ সালে বিমানবন্দর থেকে বিদেশি পাসপোর্টসহ গ্রেপ্তার হয়েছিলেন ব্লিটজ সম্পাদক। তার বিরুদ্ধে সে সময় ইসরাইলি গোয়েন্দা সংস্থার পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগ আনা হয়েছিল।<br>
কিছুদিন আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টোর গোপন প্রেম নিয়ে ব্লিটজে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন ব্যাপক আলোড়ন তোলে। পুরো উপমহাদেশে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে ব্লিটজের বরাত দিয়ে সেই ‘খবর’ ফলাও প্রচার পায়। যদিও এ খবরকে পাকিস্তান সরকার ওইসময় অপপ্রচার বলে উড়িয়ে দেয়।হিনা রাব্বানিকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে ব্যাপক আলোচিত ব্লিটজ সম্পাদক হিনা রাব্বানি খার সংক্ষিপ্ত বাংলাদেশ সফরের প্রাক্কালেই গ্রেফতার হলেন। <br>
নিউজরুম