রুপসীবাংলা আন্তর্জাতিক ডেস্ক : চীনের কমিউনিস্ট পার্টির জাতীয় সম্মেলনেঅংশগ্রহণকারী প্রতিনিধিরা দল ও রাষ্ট্রের নতুন নেতৃত্ব নির্ধারণে শুক্রবাররুদ্ধদার বৈঠকে বসেছেন।
গত বৃহস্পতিবার রাজধানী বেইজিংয়ের গ্রেট হলেশুরু হয়েছে চীনের ক্ষমতাসীন দলটির বহুল প্রতীক্ষিত জাতীয় কংগ্রেস। অন্ততআগামী এক দশকের জন্য চীনকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নেতৃত্ব খুঁজে বের করাইএবারের জাতীয় কংগ্রেসের মূল লক্ষ্য বলে জানা গেছে।<br>
সারা দেশ থেকেআসা প্রতিনিধিদের অংশগ্রহণে সম্মেলনস্থল বেইজিংয়ের গ্রেট হল অব দি পিপলেরুদ্ধদার বৈঠক শুরু হয়।চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মূল কাঠামোশক্তিশালী কেন্দ্রীয় কমিটি গঠনে সেখানে আলোচনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টসূত্রগুলো।বেইজিং থেকে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিজানান ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটি ৩৭০ জন সদস্য নিয়ে গঠিত হবে। এটাইচীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ও রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাশালীসিদ্ধান্তগ্রহণকারী কাঠামো।<br>
কেন্দ্রীয় কমিটি পরবর্তীতে ২৫ জনপলিটব্যুরো সদস্যের নাম ঘোষণা করবেন। পাশাপাশি তারা একটি পলিটব্যুরোস্টান্ডিং কমিটিও নির্বাচিত করবেন। সাত থেকে নয় সদস্য বিশিষ্ট এই স্টান্ডিংকমিটিকেই চীনের সবচেয়ে শক্তিশালী ক্ষমতার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।এছাড়াসম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট হু জিনতাওয়ের প্রতিশ্রুত রাজনৈতিক ওঅর্থনৈতিক সংস্কারের প্রসঙ্গেও প্রতিনিধিরা আলোচনা করবেন বলে জানা গেছে।<br>
সম্মেলনেরউদ্বোধন করতে গিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে হু জিনতায় দুর্নীতিকেই দল ওরাষ্ট্রের জন্য এ মুহূর্তের সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করে এরপ্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করেন।হু বলেন,“দুর্নীতির বিরুদ্ধেলড়াই এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নই জনগণের বৃহত্তর স্বার্থে দলের মূলরাজনৈতিক ইস্যু।” পাশাপাশি একেই দলের মূল ও দীর্ঘমেয়াদী রাজনৈতিক অঙ্গীকারহিসেবেও উল্লেখ করেন হু জিনতাও।<br>
তবে হু সতর্ক করে দিয়েবলেন,“দুর্নীতি আমাদের দল এমনকি রাষ্ট্রের পতনেরও মূল কারণ হিসেবে আবির্ভূতহতে পারে। আমরা অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে অবিরাম লড়াই চালিয়ে যাবো।”তবেরাজনৈতিক সংস্কারের নামে কোনো ধরণের পশ্চিমা গণতান্ত্রিক পন্থাকে অনুসরণকরা হবে না বলে দৃঢ়ভাবে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, “আমরা কখনই পশ্চিমারাজনৈতিক পদ্ধতিকে নকল করবো না।”বৃহস্পতিবার শুরু হওয়া এ সম্মেলনচলবে আরও এক সপ্তাহ।এ সম্মেলনেই হু জিনতাও কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবেনিজের দায়িত্ব বর্তমান ভাইস প্রেসিডেন্ট সি জিংপিংকে অর্পন করবেন।<br>