রুপসীবাংলা,অর্থনীতি ডেস্ক ৯ নভেম্বর : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সাধারণ সূচক কমেছে। বেড়েছে লেনদেন। গত সপ্তাহেডিএসইর সাধারণ সূচক কমেছে ১৩৭ দশমিক ৩৫ পয়েন্ট এবং লেনদেন বেড়েছে ৪৭ দশমিক৫৬ শতাংশ।<br>
আগের সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণসূচক ছিল ৪ হাজার ৪৮৪ দশমিক ৯৯ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়েদাঁড়ায় ৪ হাজার ৩৪৭ দশমিক ৬৪ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচককমেছে ১৩৭ দশমিক ৩৫ পয়েন্ট বা ৩ দশমিক ০৬ শতাংশ।অন্যদিকে, গতসপ্তাহের অধিকাংশ কার্যদিবসেই ডিএসইর সূচক ও লেনদেন কমেছে। এছাড়া কমেছেডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডেরইউনিটের দাম।<br>
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন বেড়েছে ৪৭ দশমিক ৫৬শতাংশ। লেনদেন হয়েছে মোট ১ হাজার ৫১৪ কোটি ৯০ লাখ ৮৫ হাজার ৯৭২ টাকা। এরআগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ২৬ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৮৮৩ টাকা।
গতসপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইর ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র৫০টির, কমেছে ২২৫টির ও অপরিবর্তিত ছিল ৭টির দাম। কোনো লেনদেন হয়নি ২টিপ্রতিষ্ঠানের। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দামবেড়েছিল ৭৮টির, কমেছে ১৮৯টির ও অপরিবর্তিত ছিল ৮টির দাম। কোনো লেনদেন হয়নি৯টি প্রতিষ্ঠানের।<br>
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।<br>
এদিকে, মোট ৫ কার্যদিবসের দৈনিক গড় লেনদেনও কমেছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায়৩০২ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ১৯৪ টাকা; যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল একহাজার ৩৪২ কোটি ২১ লাখ ১৮ হাজার ৯৬১ টাকা । অর্থাৎ গত সপ্তাহের আগেরসপ্তাহের চেয়ে গড় লেনদেন কমেছে ১১ দশমিক ৪৬ শতাংশ।এছাড়া ডিএসইতেবেড়েছে শেয়ার লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৮ কোটি ৮৫ লাখ ৭২হাজার ৫২৩টি শেয়ার হাতবদল হয়েছে। যেখানে গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল ২৫কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৮৫২টি । সুতরাং গত সপ্তাহে শেয়ার লেনদেন বেড়েছে ৫৩দশমিক ০৭ শতাংশ।<br>
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশকোম্পানি হলো- এপেক্স ফুড (২৬ দশমিক ৯৬ শতাংশ দাম বাড়ে), মুন্নু স্টাফলারস (২২ দশমিক ২৮ শতাংশ), ন্যাশনাল পলিমার (১৯ দশমিক ০৯ শতাংশ), এপেক্স স্পিনিং (১৯ দশমিক ০৩ শতাংশ), প্রাইম ফিন্যান্স মি. ফান্ড (১৬ দশমিক ৯১ শতাংশ), রেনউইক যজ্ঞেশ্বর (১৬ দশমিক ৮৯ শতাংশ), রংপুর ফাউন্ড্রি (১৪ দশমিক ৯৪শতাংশ), সোনালী আঁশ (১২ দশমিক ৬৯ শতাংশ), বিএটিবিসি (১১ দশমিক ২৯ শতাংশ)এবং অ্যামবি ফামা (১০ দশমিক ৩৬ শতাংশ)।<br>
অন্যদিকে, সপ্তাহ শেষে দামকমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- ফুওয়াং সিরামিক (২৩ দশমিক ১৮শতাংশ দাম কমেছে), কহিনুর কেমিকেল (২২ দশমিক ৮৪ শতাংশ), ডেসকো (১৮ দশমিক০৪ শতাংশ), মেঘনা কনডেন্স (১৬ দশমিক ৭৯ শতাংশ), মাইডাস ফিন্যান্স (১৫ দশমিক৩৬ শতাংশ), দেশবন্ধু পলিমার (১৪ দশমিক ১৫ শতাংশ), সায়হাম কটন মিল (১৪দশমিক ০৪ শতাংশ), অ্যাটলাস বাংলা (১৩ দশমিক ৮৭ শতাংশ), আমরা টেকনোলজি (১৩দশমিক ০৬ শতাংশ) এবং তাল্লু স্পিনিং (১৩ দশমিক ০৩ শতাংশ)।<br>
নিউজরুম