বড়াইগ্রামে ২ যুবকের কারাদন্ড

0
211
Print Friendly, PDF & Email

আশরাফুল ইসলাম আশরাফ, বড়াইগ্রাম,(নাটোর) ৯ নভেম্বর :<br> নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়ায় মাদক সেবনের অভিযোগে শুক্রবার ২ যুবককে তিন মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন মৌখাড়া গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে মনির হোসেন (৩২) এবং মধ্যনওপাড়া গ্রামের মৃত আববাস আলীর ছেলে খবির উদ্দিন (২৫)।<br>

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক  (এস আই) হাশমত আলী জানান,শুক্রবার সকাল ১০ টার দিকে মৌখাড়া বাজার থেকে মাদক সেবনের অভিযোগে মনির হোসেন ও খবির উদ্দিনকে ৪ লিটার চোলাই মদসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার আলম তাদের দুইজনকে তিন মাস করে কারাদন্ড  এবং দুই হাজার টাকা অর্থদন্ড করেন এবং অনাদায়ে আরও ১ মাস করে কারাদন্ড দেন। <br>

 

সম্পাদনা, আলীরাজ/ রাফি/ মিন্টু, নিউজরুম

শেয়ার করুন