রুপসীবাংলা, ঢাকা ৯ নভেম্বর :আগামী ১৪ নভেম্বর জাতীয় সংসদের আসন্ন অধিবেশনেবিএনপি যোগ দিতে আগ্রহী বলে জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপজয়নুল আবদীন ফারুক। “তবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কথা বলার পরিবেশ তৈরি করলেই কেবল বিএনপি সংসদে যাবে” বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবারসকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে ‘সম্মিলিত গণতান্ত্রিক জোট’ আয়োজিত একমানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।যুবদলসভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তি, ড. মঈন খানের উপর হামলা ওব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার উপর পৈশাচিক হামলার প্রতিবাদে এ মানববন্ধনকর্মসূচি আয়োজন করা হয়।রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে উদ্দেশ্য করেতিনি বলেন, “আপনি ১৪ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশন ডেকেছেন। আমরাও সংসদেযেতে চাই। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলার পরিবেশ সংসদে তৈরিকরুন। তাহলেই বিএনপি সংসদে যাবে।”
ড. ইউনূস প্রসঙ্গে অর্থমন্ত্রীরবক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “অর্থমন্ত্রী যদি ড. ইউনূসকে ‘সমস্যা’ হিসেবে চিহ্নিত না করে হলমার্ক, শেয়ারবাজার, পদ্মাসেতুসহ সংশ্লিষ্টঅন্যান্য বিষয়ের সঙ্গে জড়িতদের সমস্যা হিসেবে চিহ্নিত করতেন তাহলে আমরাখুশি হতাম।” তবে একইসঙ্গে দেশের অর্থনৈতিক বিপর্যয় নিয়ে অর্থমন্ত্রী যেসব কথা বলেছেন এ জন্য তাকে ধন্যবাদও জানান ফারুক।ফারুক আরো বলেন, “যত যা-ই হোক, নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। সে লক্ষ্যে আন্দোলন চলবে।”
সংগঠনেরসভাপতি মেজর (অব.) এমএম মেহবুব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনেঅন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরফিক শিকদার, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ফারুক আহমেদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।
নিউজরুম