রুপসীবাংলা, ঢাকা ৯ নভেম্বর :জামায়াত-শিবিরকে প্রতিহত করতে আওয়ামী লীগের দরকারনেই, মহিলা আওয়ামী লীগই যথেষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রসিডিয়ামসদস্য কাজী জাফরুল্লাহ।শুত্রুবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকামহানগর মহিলা আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসে, নৈরাজ্যও পুলিশের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কাজী জাফরুল্লাহ বলেন, ’৭১ সালে জামায়াত যে কায়দায় মানুষহত্যা করেছিল, সেই একই কায়দায় এখন সেই সময়ের খুনিদের বাঁচাতে আইন-শৃঙ্খলাবাহিনীর ওপর হামলা করছে। তারা যতোই যড়যন্ত্র করুক না কেন, যুদ্ধপরাধীদেরবিচার হবেই হবে।
তিনি অভিযোগ করে বলেন, মানবতাবিরোধীদের বিচার বানচাল করার জন্য খালেদা জিয়া তার মদদপুষ্ট জামায়াত-শিবিরকে লেলিয়ে দিয়েছেন।জামায়াত-শিবিরকেপ্রতিহত করতে শুধু মহিলা লীগই যথেষ্ট উল্লেখ করে তিনি বলেন, তারা যাতে এবিচার বাধাগ্রস্থ করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, ‘‘পুলিশবাহিনী সে দিন যে উদারতা দেখিয়েছে, তা প্রশংসার দাবিদার। তবেবিএনপি-জামায়াতকে মনে রাখতে হবে, এ উদারতা সব দেখাবে না পুলিশ। এখনই সাবধানহয়ে যান। আমরা যখন মাঠে নামবো তখন আর পালাবার পথ পাবেন না।”মহিলাআওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেছা মোশারফ এমপির সভাপতিত্বে মানববন্ধনে আরোবক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান এমপি, সহ সভাপতিসাদিয়া খাতুন এমপি, ফরিদা রহমান এমপি, খালেদা খানম এমপিসহ মহিলা নেত্রীরা।
নিউজরুম