রুপসীবাংলা বিনোদন ডেস্ক : প্রতিটি মেয়েরই মা হওয়ার স্বপ্ন আছে। আর সেটার ব্যতিক্রম হয়নি হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের ক্ষেত্রেও।না তবে এখনই নয়, মা হওয়ার জন্য ইচ্ছা আরও পরিণত বয়সে পূরণ করবেন বলে জানিয়েছেন টোয়ালাইটখ্যাত এ নায়িকা।
টোয়ালাইটসিরিজের নতুন ছবি ‘টোয়ালাইট সাগা-ব্রেকিং ডন-২’ ছবিটিতে ক্রিস্টেন মায়েরভূমিকায় অভিনয় করেছেন। সেখানে তার বেলা চরিত্রের জন্য কন্যা সন্তান হিসেবেরেসমির চরিত্রটি ছিলেন। তিনি সেই মা চরিত্রকে প্রচন্ডভাবে উপভোগ করেছেন।
ক্রিস্টেনস্টুয়ার্ট ও রবার্ট প্যাটিনসনের ৪ বছরের রোমান্সের এ পর্যায়ে তার মা হওয়ারকোন ইচ্ছা রয়েছে কিনা তা জানতে চাওয়া হয় সম্প্রতি একটি ইন্টারভিউতে।তিনিএ ব্যাপারে দি ফিমেলফার্স্টকে জানান, আমার মা হওয়ার জন্য আর দেরি সহ্যহচ্ছে না। আর এইরকম অনুভূতি প্রকৃতিগতভাবেই সব মেয়েরই হয়। তবে আমি এখনই এনিয়ে কিছু ভাবছি না।
ক্রিস্টেন তার টোয়ালাইট সিরিজের মুক্তিঅপেক্ষায় থাকা ‘টোয়ালাইট সাগা-ব্রেকিং ডন-২’ ছবিটিতে মায়ের চরিত্র অভিনয়করার অনুভূতি জানিয়ে আরও বলেন, আমি এ ছবির মায়ের চরিত্রটি দারুণভাবে উপভোগকরেছি।