রুপসীবাংলা, ঢাকা:স্পোর্টস ডেস্ক : টেস্ট স্কোয়াডে যে নতুন মুখ থাকবে ভারপ্রাপ্তপ্রধান কোচ শেন জার্গেনসন ছুটি শেষ করে ঢাকায় ফিরেই সে ইঙ্গিত দিয়েছিলেন।জাতীয় দল নির্বাচকদের কথাতেও ইঙ্গিতাটা ছিলো। দু’জন নতুন মুখ রেখেইবৃহস্পতিবার ১৪ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
পেসবোলার আবুল হাসান রাজু এবং ডানহাতি অফস্পিনার সোহাগ গাজী প্রথম বারের মতোটেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। আবুল হাসান এশিয়া কাপের পর টি-টোয়েন্টিবিশ্বকাপের দলেও ছিলেন। জাতীয় দলের সাজঘর সম্পর্কে তার একটা ধারণা এরইমধ্যে হয়েছে। সোহাগ গাজী একেবারে নতুন। জাতীয় পর্যায় থেকে তাকে আন্তর্জাতিকপরিবেশে মানিয়ে নিতে হবে।
২১ বছর বয়সী এই ক্রিকেটার বোলিংয়েরসঙ্গে ব্যাটিংটাও ভালো পারেন। এবারের জাতীয় লিগেও তার একটি শতক আছে। দুটিচারদিনের ম্যাচে উইকেট নিয়েছেন ১১টি। গত জুলাই-আগস্টে ভারতের শাফি দারাশাহআমন্ত্রণমূলক চারদিনের ক্রিকেট টুর্নামেন্টের এক ম্যাচে পেয়েছিলেন ১১উইকেট। জাতীয় লিগের গত আসরে সর্বাধিক উইকেট শিকারি। এই ফর্মেটে ১৮ ম্যাচখেলে ৮৭ উইকেট নিয়েছেন। এই পারফরমেন্সই তাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টদলে ঢোকার সুযোগ করে দিয়েছে।
তরুণ এই অফস্পিনারকে দলে নেওয়াপ্রসঙ্গে প্রধান নির্বাচক আকরাম খানের যুক্তি, ‘সোহাগ গাজী গত তিন চার বছরধরে বাংলাদেশের ক্রিকেট একাডেমির হয়ে প্রচুর সফর করেছে। এছাড়া আমরা অনেকদিনধরে একটা অফস্পিনার খুঁজছিলাম। সে মোটামুটি পারফর্ম করছিলো, অনেক ভালো বলকরেছে।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজে অনেক বাঁহাতি ব্যাটসম্যান আছে, সেজন্যই আমরাতাকে নিয়েছি।’ ওয়ানডে এবং টি-টোয়েন্টির পর টেস্টে আবুল হাসানেরঅন্তর্ভুক্তির বিষয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা, ‘আমরা যেহেতু স্পিনেনির্ভর করি। অধিকাংশ সময় স্পিনারদের দিয়ে বল করানো হয়। কোচের সঙ্গে আলাপকরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যে জোরে বল করে তাকে আমরা খেলাব। সে জন্য তাকেনেওয়া হয়েছে।’
প্র্যাকটিসম্যাচের খেলা হলে জাতীয় দলে আরও একজন নতুন মুখ দেখা যেতে পারত। কিন্তুওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচটি বাতিল হওয়ায়নাজিমউদ্দিনকে রেখে দেওয়া হয়েছে টেস্টে গত বছরের পারফরমেন্সের কথা বিবেচনাকরে। তবে শাহরিয়ার নাফীসের বিষয়টি ভিন্ন। বাংলাদেশ ‘এ’ দল এবং জাতীয় লিগেতিনি কিছু রান করেছেন। এই সুযোগটা তার প্রাপ্য ছিলো।দল নির্বাচনেরপ্রক্রিয়া সম্পর্কে আকরাম খান বলেন, ‘আমরা অনেক করে চাচ্ছিলাম তিনদিনেরম্যাচটা খেলতে। দু’একটা জায়গায় আমরা যে চিন্তা-ভাবনা করছিলাম সেটার একটা ফলপেতাম। কিন্তু আজকে যখন ঘোষণা করা হলো ম্যাচটা হবে না তখন আমরা বসে চিন্তাকরলাম ‘রেপুটেশন’ প্লাস সর্বশেষ টেস্ট সিরিজ হোম এবং অ্যাওয়ে ও অভিজ্ঞতামিলে আমরা দল করেছি প্রথম টেস্টের জন্য।’
কাঁধের অস্ত্রপচার শেষেসুস্থ হয়ে প্রায় ছয় মাস পর জাতীয় দলে ফিরলেন পেসার রুবেল হোসেন। ফিল্ডিংয়েএখনও কিছুটা অসুবিধা থাকলেও দারুণ বল করছেন তিনি। অধিনায়ক মুশিফিকুর রহিম, কোচ শেন জার্গেনসেন এবং ফিজিও বিভাব সিংও রুবেলকে দলে নেওয়ার পক্ষে মতদিয়েছেন। সবকিছু আমলে নিয়ে নির্বাচকরা প্রথম টেস্টের দলে রেখেছেন তাকে, ‘রুবেল পুর্নবাসনে ছিলো। জাতীয় লিগে খেলেছে। জাতীয় লিগের শেষ ম্যাচে বোলিংকোচ এবং ফিজিও তাকে দেখে রিপোর্ট দিয়েছে সে খেলার জন্য ফিট।’বাংলাদেশটেস্ট স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিক, শাহরিয়ার নাফীস, সাকিব আল হাসান, নাঈমইসলাম, নাজিমউদ্দিন, নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস সানি, সাহাদাত হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান রাজু ও সোহাগ গাজী।
নিউজরুম