রুপসীবাংলা, ঢাকা ৯সভেম্বর : শুক্রবার সকালপোনে ১১টা একটি বিশেষ বিমানে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেনামেন।পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে রওয়ানা হন হিনা রব্বানি।মাত্র ঘণ্টা পাঁচের এই ঝটিকা সফরে তিনি পাকিস্তানে অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাবেন।তবেউভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সকাল ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়েপররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিতহবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। দুপুরে রূপসী বাংলা হোটেলে তার সম্মানেমধ্যাহ্নভোজ আয়োজন করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। দুপুর ১২টায়প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
এছাড়া বিকেলতিনটায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে গুলশানে তার রাজনৈতিককার্যালয়ে বৈঠকে বসবেন হিনা রব্বানি।এর পরপরই ঢাকা ত্যাগ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।উল্লেখ্য, আগামী ১৯ থেকে ২২ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে ডি-৮ শীর্ষ সম্মেলনঅনুষ্ঠিত হবে।
আসন্ন সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগা দেবেন।বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ওতুরস্ক মুসলিম প্রধান উন্নয়নশীল এ জোটের সদস্য।
নিউজরুম