টুইটারে এখনও বিশ্বনেতারা ওবামাকে শুভেচ্ছা জানাচ্ছেন

0
372
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বারাক ওবামাসমর্থকদের ধন্যবাদ জানিয়ে টুইটারের নিজস্ব অ্যাকাউন্ট থেকে টুইটবার্তা দিলেন ‘আরও চার বছর’

 

সঙ্গে সঙ্গে ওবামার এ বার্তাটি সবচেয়ে বেশি শেয়ারকৃত জনপ্রিয় টুইটবার্তার আগের রেকর্ড ভেঙে দিয়েছেতবে টুইটারে এখনও বিশ্বনেতারা ওবামাকে শুভেচ্ছা জানাচ্ছেনযুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন টুইটারে বলেছেন, আমার বন্ধু বারাক ওবামাকে শুভেচ্ছাঅন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং টুইট বার্তায় লিখেছেন, আমি এবং আমার স্ত্রী আপনাকে শূভেচ্ছা জানাচ্ছিসঙ্গে মিসেস ওবামা এবং তার দুই কন্যা মালিয়া ও সাশাকের সুস্থতা কামনা করছি

 

পিছিয়ে নেই শিল্পী জগতের মানুষওজনপ্রিয় ব্যান্ডদল ব্যাকস্ট্রিট বয়েজের সদস্য ক্যাভিন রিচার্ডসন টুইটারে বলেছেন, পুনরায় নির্বাচিত হওয়ায় বারাক ওবামাকে শুভেচ্ছাযুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনকে বলা হচ্ছে ‘ডিজিটাল নির্বাচন’টুইটার ছাড়াও সব সোশ্যাল মিডিয়া এবার যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে সজাগ ছিলশুধু টুইটারে মঙ্গলবার রাত পর্যন্ত ৩ কোটি ১০ লাখ টুইট বার্তা পোষ্ট হয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে

 

ফলাফল ঘোষণার ঠিক আগ মুহূর্ত ৩ লাখ ২৭ হাজার ৪৫২ টুইটবার্তা প্রতি মিনিটে পোষ্ট হচ্ছিলওবামার শেষ বার্তার মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় তার পদচারণা মুগ্ধ করল পুরো বিশ্বকে

 

নিউজরুম

 

শেয়ার করুন