দেশ ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে, কিন্তু বর্তমান সময়ে মানুষ ভালো নেই : খালেদা

0
511
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা ৯ নভেম্বর :আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায়, তখনই হিন্দুসম্প্রদায়সহ বিভিন্ন ধর্মের সংখ্যালঘুদের ওপর নির্যাতন বাড়ে বলে অভিযোগকরেছেন বিরোধী দলীয় নেতা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াতিনিবলেন, যার যার ধর্ম সে পালন করবেদেশ ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবেকিন্তু বর্তমান সরকারের সময়ে মানুষ ভালো নেইএই সরকারেরঅত্যাচার-নির্যাতনে তারা অতিষ্টমানুষ এখন মুক্তি পেতে চায়, নিস্তার চায়

 

শারদীয়দুর্গোসবের শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বৃহস্পতিবার রাতেখালেদা জিয়া এ কথা বলেনখালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাত সাড়ে ৮টায় এশুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়হিন্দু সম্প্রদায়ের নেতাদেরশুভেচ্ছা জানিয়ে খালেদা বলেন, এই সরকার নির্যাতন ছাড়া আর কিছুই বোঝে নাকিছুদিন আগে রামুতে যা ঘটে গেছে, তাও সরকারের ইন্ধনে ঘটেছেসে ঘটনা খুবইমর্মান্তিকসকল ধর্মের মানুষের বন্ধু দল বিএনপি সে ঘটনার বিচার করবেখালেদাজিয়া আরো বলেন, এ সরকারের দুর্নীতির কারণে পদ্মাসেতু হয়নিহলমার্ক ওডেসটিনিসহ বিভিন্ন কেলেঙ্কারি ও লুটপাটে দেশের অর্থনৈতিক অবস্থা খুবইনাজুকতাদের হাত থেকে রক্ষা পেতে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তত্ত্বাবধায়কসরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েমে বাধ্য করা হবে

 

খালেদাবলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়তত্ত্বাবধায়ক সরকারআওয়ামী লীগই চেয়েছিলআবারও তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় বাধ্যকরা হবেঅনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামআলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, হিন্দুসম্প্রদায়ের নেতা নিতাই রায় চৌধুরী, সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন 

 

 

 

নিউজরুম  

 

শেয়ার করুন