৭ নভেম্বরের সৃষ্টি না হলে দেশে গণতন্ত্র থাকতো না: মির্জা ফখরুল

0
685
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা ঢাকা, ৮ নভেম্বর :

 

জিয়া স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ যেমন স্বাধীন হতো না, তেমনি ৭ নভেম্বরের সৃষ্টি না হলে দেশে গণতন্ত্র থাকতো না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরবৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপ্লব ও সংহতি দিবসউপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত র‌্যালি উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন

 

 

ছাত্রদল নেতাকর্মীদের ৭ নভেম্বরের চেতনায় শপথ গ্রহণের আহবান জানিয়ে ফখরুল বলেন, ‘‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ছাত্রদলের নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে এবং আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে’’

তিনি বলেন, ‘‘এই সরকার চাঁদবাজি, দুর্নীতি, লুটপাট, গুম, হত্যা ও রাহাজানির মাধ্যমে দেশকে আজ ডাস্টবিনে পরিণত করেছেএকইসঙ্গে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে সকল গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছেএ সরকার বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দেয় নাতারা রাষ্ট্রকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে’’তিনি আরো বলেন, ‘‘দুর্নীতি আর দুঃশাসনের মাধ্যমে ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত তারা দেশকে যেভাবে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল, আজও সেই রকম বিভীষিকার দিকে দেশকে ঠেলে দিচ্ছে’’

 

 
এ অবস্থায় দেশ ও জাতিকে রক্ষায় আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান মির্জা ফখরুলবিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে এ র‌্যালি শুরু হয়ে শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজার গিয়ে শেষ হয়বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর র‌্যালির নেতৃত্ব দেন

ৠালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ছাত্রদলের সভাপতি এবিএম আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, বিএনপির সহ-স্বেচ্ছাসেবক এবিএম মোশারফ হোসেন, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি  আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন্নবী সোহেল, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ

 

 

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন