রূপসীবাংলা ঢাকা, ৮ নভেম্বর : যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর না হওয়াপর্যন্ত আওয়ামী লীগ মাঠ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদকস্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।বৃহস্পতিবাররাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর আওয়ামী লীগআয়োজিত জামায়াত-শিবিরের নৈরাজ্য কর্মকাণ্ডের প্রতিবাদ সমাবেশে প্রধানঅতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারপ্রায় শেষ পর্যায়ে। কিছুদিনের মধ্যে রায় প্রকাশ হতে পারে।
এটাই শেষ খেলা।জামায়াত-শিবিরও শেষ কামড় দেবে।”এ সময় তিনি আওয়ামী লীগনেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকুন।যাতে আমরা যুদ্ধাপরাধীদের বিচার রায় প্রকাশ করে তা কার্যকর করতে পারি।”
সৈয়দআশরাফ খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, “আপনি নিজেকে একজন মুক্তিযোদ্ধারস্ত্রী হিসেবে দাবি করেন। আপনি যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে মুক্তিযুদ্ধেরপক্ষের শক্তির পাশে এসে দাঁড়ান। কোনো সভ্য জাতি, কোনো বিবেকবান মানুষ এদেরসমর্থন করতে পারে না।”তিনি বলেন, “খালেদা জিয়া ও বিএনপি জামায়াত-শিবিরকে আশ্রয়-প্রশ্রয় না দিলে এদের পক্ষে চোরাগোপ্তা হামলা চালানো সম্ভব ছিল না।”
সৈয়দআশরাফ বলেন, “খালেদা জিয়া ভারত সফরে গিয়ে তাদের কথা দিয়ে আসলেন তিনি কোনোজঙ্গি ও ধর্মীয় সন্ত্রাসীদের সমর্থন দেবেন না। তিনি ভারতকে কথা দিলেন, কিন্তু দেশের মানুষকে কথা দিলেন না। তারই প্রমাণ গত কয়েকদিনে ধর্র্মীয়সন্ত্রাসীদের তাণ্ডব।”ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিএম এ আজিজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রীমহীউদ্দীন খান আলমগীর, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন, বন ওপরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উলআলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনচৌধুরী মায়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, আহমদহোসেন প্রমুখ।
নিউজরুম