রুপসীবাংলা, ঢাকা ৮ নভেম্বর : লাওসে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২য় বারেরমতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বারাক ওবামাকে আন্তরিকঅভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি দ্বিতীয় মেয়াদে ওবামার দায়িত্ব গ্রহণবাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরওজোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন। বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টায় লাওসেরপ্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজকালে ওবামার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টনির্বাচিত হওয়ার খবর জানতে পেরে তাকে এ অভিনন্দন জানান।
একইভাবেপ্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বারাক ওবামার কাছে পাঠানো একঅভিনন্দন বার্তার উদ্ধৃতি দিয়ে জানান, শেখ হাসিনা বলেছেন ‘যুক্তরাষ্ট্রেরপ্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশের জনগণ এবং আমারনিজের পক্ষ থেকে আপনাকে এবং যুক্তরাষ্ট্রের জনগণকে আন্তরিক অভিনন্দনজানাচ্ছি। আগামী বছরগুলোতে আমাদের দুই দেশের মধ্যে বিরাজমান হৃদ্যতাপূর্ণবন্ধুত্ব, সমঝোতা ও সহযোগিতা জোরদারের অপেক্ষায় আছি। সরকারি সফরে বর্তমানেভিয়েনতিয়েনে অবস্থানরত শেখ হাসিনা ওবামার বিজয়কে গণতন্ত্রের এবং সন্ত্রাসেরবিরুদ্ধে তার সংগ্রামের বিজয় হিসেবে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের স্থানীয়সময় মঙ্গলবার প্রথম প্রহরে শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ।সর্বশেষ ফলাফলে ওবামা ২৯০টি ইলেকট্রোরাল কলেজ ভোট পেয়ে বিজয়ী হন।
তারপ্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি পান ২০৩টি ভোট। আরএবারের বিজয়ী হওয়ার মাধ্যমে আরও ৪বছরের জন্য ওবামা হোয়াইট হাউসের বাসিন্দাহলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার হ্যানয়ে যান এবং সেখানথেকে রোববার লাওসের রাজধানী ভিয়েনতিয়েন-এ আসেন। ছয়দিনের ভিয়েতনাম ও লাওসসফর শেষে বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকায় ফেরার কথা রয়েছে।
নিউজরুম