আমেরিকার নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সুসান রাইস?

0
181
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা আন্তর্জাতিক ডেস্ক <br>যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামাদ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর এবার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনেরভবিষ্য নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে ওয়াশিংটনের বিভিন্ন মহলেতিনিকি দ্বিতীয় মেয়াদেও ওবামা প্রশাসনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীহিসেবে দায়িত্ব পালন করবেন?– এমন প্রশ্নের নেতিবাচক উত্তরই মিলেছেসংশ্লিষ্ট সব মহল থেকে<br>

 

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সূত্রের উদ্ধৃতিদিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূতসুজান রাইস হতে যাচ্ছেন হিলারির উত্তরসূরীবিভিন্ন সংবাদমাধ্যমেরতথ্য অনুযায়ী হিলারি নিজেই আর দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বঅব্যাহত রাখতে আগ্রহী ননআগামী জানুয়ারিতে তার চার বছর দায়িত্ব পালনেরমেয়াদ শেষ হওয়ার পর নিজ থেকেই সরে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন তিনি<br>

 

এরপরমূলত রাজনীতির থেকেই নিজের স্বামী সংসারেই বেশি মনোযোগ দেবেন তিনি এমনকথাই শোনা যাচ্ছে বেশিযদিও আগামী ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেডেমোক্রাট দলের সম্ভাব্য প্রার্থী তালিকায় একজন শক্তিশালী প্রার্থী হিসেবেবিবেচনা করা হচ্ছে হিলারি রডহ্যাম ক্লিনটনকে<br>

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন