রুপসীবাংলা, ঢাকা ৮ নভেম্বর : <br> ড. মুহম্মদ ইউনূসের কথার মধ্যে কোনো সততা নেই। তিনিদেশে-বিদেশে যা বলে বেড়াচ্ছেন, সবই অসত্য বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রীআবুল মাল আব্দুল মুহিত।অর্থমন্ত্রী আরো বলেন, ‘‘তিনি আমাদের দেশেরব্যাপারে দেশে-বিদেশে অসত্য বলে বেড়াচ্ছেন। তিনিই আমাদের একমাত্র সমস্যা।কারণ, ইউনূসের কারণে আমাদের বিনিয়োগ কমে গেছে। আমার বিনিয়োগের অভাবে মরেযাচ্ছি।’’<br>
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলানগরস্থ এনইসি সম্মেলনকক্ষেষষ্ঠ-পঞ্চবাষিক পরিকল্পনা(২০১১-১৫) বাস্তবায়ন-পরিবীক্ষণ ও মূল্যায়নসম্পর্কিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেনঅর্থমন্ত্রী। ‘‘একজন ব্যক্তি দেশের জন্য কিভাবে এতো বড়ো সমস্যা হতেপারেন?’’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘‘কারণ, তার(ইউনূস)দেশে-বিদেশে পাবলিসিটি আছে।’’তিনি আরো বলেন, ‘‘সরকার চায়, ইউনূস গ্রামীণব্যাংক থেকে সরে যান। কিন্তু তিনি নিজের ব্যক্তিগত প্রতিষ্ঠান হিসাবে আঁকড়ে ধরে আছেন।’’<br>
অর্থনীতিতেনোবেলবিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের উদাহরণ টেনে অর্থমন্ত্রীবলেন, ‘‘তিনি বলেছেন, আমাদের অর্থনীতি ঠিক পথে আছে। অথচ ড. ইউনূস বলছেন, এরবিপরীত।’’অর্থমন্ত্রী আরো বলেন, ‘‘আমাদের বিনিয়োগ বাড়েনি। আমরা বিনিয়োগের অভাবে মরছি। এর একমাত্র কারণ, ড. ইউনূস।’’পরিকল্পনামন্ত্রীএয়ার ভাইস মার্শাল(অব.) এ কে খন্দকার বীর উত্তমের সভাপতিত্বে জাতীয়স্টিয়ারিং কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন বিনিয়োগ বোর্ডের নির্বাহীচেয়ারম্যান ড. এস এ সামাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা।<br>
নিউজরুম