রুপসীবাংলা, ঢাকা ৮ নভেম্বর :<br> পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার শুক্রবার ঢাকা আসছেন।
সকালসোয়া ১০টায় একটি বিশেষ বিমানে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরেঅবতরণ করবেন হিনা রাব্বানি। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির আমন্ত্রণেসরকারিভাবে তার এ সফরের আয়োজন করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিতাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন।<br>
কূটনীতিককয়েকটি সূত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যদ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনাই হবে হিনা খারের এ সফরের উদ্দেশ্য।সূত্রজানায়, বেলা ১১টায় ডা. দীপু মনির সঙ্গে হিনা খারের বৈঠক করার কথা রয়েছে।হিনা রাব্বানি বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বলেওসূত্র জানিয়েছে। শুক্রবার বিকেল ৩টায় হিনা রাব্বানি খার-এর পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ার করার কথা রয়েছে। <br>
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত জানুয়ারিতে হিনা রাব্বানি খারকে ঢাকা সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। <br>
বর্তমানআওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গেদ্বিপক্ষীয় সম্পর্ক খুব জোরালো হয়নি বলেই মনে করেন পর্যবেক্ষকরা।<br>
১৯৭১সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর কৃতকর্মের জন্য বাংলাদেশআনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানানোয় এবং ’৭১ পূর্ববর্তী সম্পদেরহিসাব চাওয়ায় দুই দেশের মধ্যেকার সম্পর্ক আনুষ্ঠানিকতা নির্ভর হয়ে পড়ে।<br>
এছাড়া মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরুর বিষয়টিও সম্পর্কে একটি নেতিবাচক প্রভাব ফেলে।<br>
তবেবাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেপাকিস্তান। বিশেষ করে এ দেশের সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটিধারাবাহিক চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকেগণমাধ্যম প্রতিনিধিদের নিয়মিতভাবে পাকিস্তান সফরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেঢাকার পাকিস্তান হাইকমিশন। সর্বশেষ এ ধরনের একটি দল পাকিস্তান সফরে রয়েছে।<br>
নিউজরুম