শুক্রবার ঢাকায় আসছেন হিনা রাব্বানি

0
187
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা ৮ নভেম্বর :<br> পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার শুক্রবার ঢাকা আসছেন
সকালসোয়া ১০টায় একটি বিশেষ বিমানে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরেঅবতরণ করবেন হিনা রাব্বানিপররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির আমন্ত্রণেসরকারিভাবে তার এ সফরের আয়োজন করা হয়েছেপররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিতাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন<br>

 

কূটনীতিককয়েকটি সূত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেপাকিস্তান ও বাংলাদেশের মধ্যদ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনাই হবে হিনা খারের এ সফরের উদ্দেশ্যসূত্রজানায়, বেলা ১১টায় ডা. দীপু মনির সঙ্গে হিনা খারের বৈঠক করার কথা রয়েছেহিনা রাব্বানি বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষা করবেন বলেওসূত্র জানিয়েছেশুক্রবার বিকেল ৩টায় হিনা রাব্বানি খার-এর পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ার করার কথা রয়েছে <br>
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত জানুয়ারিতে হিনা রাব্বানি খারকে ঢাকা সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান <br>

বর্তমানআওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গেদ্বিপক্ষীয় সম্পর্ক খুব জোরালো হয়নি বলেই মনে করেন পর্যবেক্ষকরা<br>

 

১৯৭১সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর কৃতকর্মের জন্য বাংলাদেশআনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানানোয় এবং ৭১ পূর্ববর্তী সম্পদেরহিসাব চাওয়ায় দুই দেশের মধ্যেকার সম্পর্ক আনুষ্ঠানিকতা নির্ভর হয়ে পড়ে<br>
এছাড়া মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরুর বিষয়টিও সম্পর্কে একটি নেতিবাচক প্রভাব ফেলে<br>
তবেবাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেপাকিস্তানবিশেষ করে এ দেশের সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটিধারাবাহিক চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটিএরই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকেগণমাধ্যম প্রতিনিধিদের নিয়মিতভাবে পাকিস্তান সফরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেঢাকার পাকিস্তান হাইকমিশনসর্বশেষ এ ধরনের একটি দল পাকিস্তান সফরে রয়েছে<br>

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন