রুপসীবাংলা, ঢাকা ৮ নভেম্বর
:
চিঠির চুম্বক অংশ নিচে প্রকাশ করা হলো-
জনাব প্রেসিডেন্ট
একক্রান্তিকালে আরেক মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আপনারনির্বাচিত হওয়া, আপনার প্রজ্ঞা ও অভিজ্ঞতার ওপর আপনার মহান দেশের জনগণের আস্থা ও ভরসারই প্রতিফলন। আমি আমার নিজের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তরফে আপনার স্মরণীয় বিজয়কে আন্তরিকভাবে অভিনন্দিত জানাচ্ছি।
আমিবিশ্বাস করি আপনার বিচক্ষণ ও উদ্যমী নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিশ্বের শান্তিও স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা পালনের পাশাপাশি গণতন্ত্র ও স্বাধীনতারমূল চেতনাকে সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন অব্যাহত রাখবে।বাংলাদেশও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছে গণতন্ত্র, মানবাধিকার ও মুক্তির প্রতি দুই দেশের যৌথ দায়বদ্ধতার আলোকে।এছাড়া যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগীই নয় এবং আমাদের রফতানিরও সবচেয়ে বড় গন্তব্য।
বিপুল সংখ্যক বাংলাদেশি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছে যারা উভয় দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে বিশাল ভূমিকা পালন করছে।দুইদেশের এই সম্পর্ক ভবিষ্যতে শুধু অব্যাহতই থাকবে না বরং আপনারদায়িত্বপালনকালীন সময়ে আরও বহুগুণে বৃদ্ধি পাবে বলে আমি আত্মবিশ্বাসী।
পরিশেষেআপনার এবং মিসেস ওবামার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি আমিযুক্তরাষ্ট্রের জনগণের অব্যাহত উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করছি।
বেগম খালেদা জিয়া
চেয়ারপারসন
জাতীয়তাবাদী দল বিএনপি।