শনিবার ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন, যোগ দিচ্ছেন ২৫ দেশের মন্ত্রী

0
154
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা ৮ নভেম্বর :পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (পিপিডি) ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে এভিডেন্স টু অ্যাকশন : সাউথ-সাউথ কোলাবোরেশন ফর আইসিপিডি বিয়োন্ড ২০১৪শীর্ষক মন্ত্রী পর্যায়ের একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১০ ও ১১ নভেম্বররাজধানীর হোটেল রূপসী বাংলায় এ সম্মেলনে ভারত, চীন, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, মালিসহ ২৫টি দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা অংশ গ্রহণ করবেন

এ সম্মেলনের মধ্য দিয়ে উন্নয়নশীল ২৫টি দেশের মন্ত্রীরা ২০১৫ সাল পরবর্তী জাতিসংঘের সহস্রাব্ধ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০১৪ সাল পরবর্তী আইসিপিডি কর্মসূচির অঙ্গীকার ও জনসংখ্যার উন্নয়নে জাতীয় পর্যায়ে আরো সাবলীল কর্মপদ্ধতি গ্রহণের ঘোষণা দেবেন বলে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে

 

উল্লেখ্য, ১৯৯৪ সালের ৫-১৩ সেপ্টেম্বর মিশরের কায়রোয় ১৭৯টি দেশের মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন সম্মেলন (আইসিপিডি)-এ পরবর্তী ২০ বছরের জন্য আইসিপিডি কর্মসূচি গ্রহণ করা হয়- যা ২০১৪ সালের মধ্যে বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছেসম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক  মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে  বিভিন্ন দিক তুলে ধরবেন

 

নিউজরুম

 

শেয়ার করুন