রুপসীবাংলা, ঢাকা ৮ নভেম্বর : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা ও চীনা রাষ্ট্রদূত লি জুন প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছেন। দুই পরাশক্তি দেশের দুই রাষ্ট্রদূতের এ বৈঠককে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক সূত্রগুলো।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হয় রাজধানীর বারিধারার দূতাবাস রোডের চীনা রাষ্ট্রদূতের বাসায়। মার্কিন রাষ্ট্রদূত মজিনা ঠিক সন্ধ্যা ৬টায় ওই বাসায় গিয়ে চীনা রাষ্ট্রদূত লি জুনের সঙ্গে বৈঠকে বসেন। রাত ৮টার পরে তিনি বৈঠক শেষে নিজের বাসায় ফিরে যান।
এশিয়ার প্রভাবশালী দেশ চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশ মার্কিন রাষ্ট্রদূতের এ বৈঠক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করে বলেও একটি সূত্র জানায়।যুক্তরাষ্ট্র এ কারণে চীন ও ভারতকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ভারতের পরে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।কয়েক দিন আগেই ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে দীর্ঘ প্রায় দু’ঘণ্টা বৈঠক করেছেন ড্যান মজিনা।
এসব বৈঠক শুধু বাংলাদেশই নয়, এ অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দিকে গুরুত্ববাহী বলেও মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেকার চলমান মতবিরোধ, দেশের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা- গুম, খুন, পদ্মাসেতু দুর্নীতি ইত্যাদি কারণে সাম্প্রতিককালে দেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের তৎপরতা বেড়ে গেছে।
এদিকে এর আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন উপ-রাষ্ট্রদূত এর সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বুধবার বিকেল ৫টা থেকে প্রায় পৌণে ৭টা পর্যন্ত উপ-রাষ্ট্রদূতের বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের উপ-রাষ্ট্রদূতের বারিধারার বাসায় গিয়ে বৈঠকে মিলিত হন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্র জানায়।
নিউজরুম