চলতি মাসের ২৫ তারিখে বাজারে আসছে মাইক্রোসফটের নতুন ট্যাবলেট। আর ট্যাবলেটে থাকছে উইন্ডোজ ৮ সংস্করণ। নানা সুবিধার উইন্ডোজের নতুন এ সংস্করণ ট্যাবলেটের পাশাপাশি চলবে স্মার্টফোনেও। মেট্রো নামের নতুন এ অপারেটিং সিস্টেম নিয়ে কয়েক মাস ধরে মাইক্রোসফট ব্যবহারকারী, কর্মীসহ অনেকের কাছ থেকে নানা ধরনের পরামর্শ নিয়েছিল। ২৫ অক্টোবর গভীর রাতে ট্যাবলেটটি উন্মোচন করা হবে বলে জানা গেছে, যা পরদিন সকাল থেকেই যুক্তরাষ্ট্রের ক্রেতারা হাতে পাবেন।
মাইক্রোসফট এক নিমন্ত্রণপত্রের মাধ্যমে ২৫ অক্টোবর আনন্দ উদ্যাপনের আমন্ত্রণ জানিয়েছে। আর এ আনন্দ উদ্যাপনের নাম দেওয়া হয়েছে ‘উইন৮’।
উইন্ডোজ ৮ উন্মোচনের চার দিন পর উইন্ডোজ ফোন এইট উন্মোচন করা হবে বলেও জানা গেছে। ২৯ অক্টোবর সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এ আয়োজনে আনুষ্ঠানিকভাবে নতুন উইন্ডোজ ফোন উন্মোচন করা হবে। তবে ঠিক কবে থেকে নতুন এ ফোনগুলো বাজারে পাওয়া যাবে তা জানা যায়নি।