সরকারের ঋণে নাজেহাল মানুষ

0
183
Print Friendly, PDF & Email

বাজেটের আকার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতি বছর অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণের পরিমাণ প্রতি বছর বাড়ছে। পর্যালোচনা করে দেখা যায়, ২০০১-০২ সালের পর থেকে বাজেটের আকার বাড়ার সঙ্গে ব্যাংকিংখাত থেকে সরকারের ঋণ পর্যায়ক্রমে বেড়ে গেছে।

২০০১-০২ অর্থবছরে যেখানে সরকারের ব্যাংক ঋণ ছিল দুই হাজার ২৮৭ কোটি টাকা। সেখানে সর্বশেষ ঘোষিত বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্য মাত্রা রাখা হয়েছে ২৩ হাজার কোটি টাকা। সবশেষ বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য মতে, চলতি অর্থ বছরে সরকারের ব্যাংক ঋণের পরিমাণ পাঁচ হাজার ৮২১ কোটি টাকা।

বিশ্লেষণ করে দেখা গেছে, সরকারের ঋণের সঙ্গে প্রতি বছর বেড়ে চলছে মূল্যস্ফীতির হার। ফলে চিড়ে চ্যাপ্টা হওয়ার জোগাড় ধারণ মানুষের। তাদের বয়ে বেড়াতে হচ্ছে উচ্চ মূল্যস্ফীতির হার। বাড়ছে দৈনন্দিন খরচ। হিমশিম খেতে হচ্ছে আয়ের সঙ্গে ব্যয়ের সমন্বয় করে চলতে। সঞ্চয় ভেঙে চলতে হচ্ছে।
খাদ্য, চিকিৎসা, শিক্ষা, জ্বালানি, পরিবহন, বাড়ি ভাড়া সব ধরনের খরচ বেড়ে যায় মূল্যস্ফীতির ফলে, যার ফলে হিসার মেলানো কঠিন হয়ে পড়ে।

শেয়ার করুন