নওগাঁ প্রতিবেদক, ০৫অক্টোবর:
নওগাঁর পোরশায় এক্মি ড্রিংকিং ওয়াটারের বোতলের পানিতে সিলিকা দেখা গেছে৷ উপজেলার নিতপুরে অবস্থিত পোরশা স্বাস্থ্য কমপেক্্র গেটের সামনে আশিক ফামর্াসি থেকে ক্রয় করা এক্মি ড্রিংকিং ওয়াটারের বোতলের পানিতে৷ ওই দিন সকালে মামুন নামের এক ব্যাক্তি তার মায়ের অসুস্থ্যতায় তাকে পানি খাওয়ানোর জন্য উলেস্নখিত ফামর্াসিতে পানি ক্রয় করতে গেলে ফার্মেসি কতৃপ তাকে এক্মি ড্রিংকিং ওয়াটারের একটি বোতল দেয়৷
পরে দি এক্মি এগ্রোভেট এন্ড বেভারেজ লিঃ কোম্পানীর ধামরাইয়ের ওই বোতলের পানিতে সিলিকা দেখা যায়৷ ১লিটারের ওই বোতেলের পানির মেয়াদ দেখানো আছে ২৯/৯/১২ থেকে ২৮/৯/১৩ইং পর্যনত্ম৷ এসময় উপস্থিত অনেক লোকজন এরকম একটি নাম করা কোম্পানীর পানির বোতলে সিলিকা দেকে বিস্ময় প্রকাশ করেন৷ এব্যাপারে এক্মি ল্যাবরেটরিসের এরিয়া ম্যানেজার নজরম্নল ইসলাম ফোনে জানান ওই রকম সিলিকা হওয়ার কথা নয়৷ বিষয়টি আমি উর্দ্ধতন কতৃপকে অবগত করার আগে কিছু বলতে পারবো না বলে রূপসীবাংলা নিউজকে জানান তিনি৷
প্রতিবেদক মোফাজ্জল হোসেন, সম্পাদনা আলীরাজ/ আরিফ